০৩:২৭ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
জামালপুর প্রতিনিধি:

মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগ

  • প্রকাশিত ০৭:১১:০৪ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫
  • ৭২ বার দেখা হয়েছে

জামালপুরের মেলান্দহ উপজেলার ফুলকোচা ইউনিয়নে রিভারভিউ রেস্টুরেন্ট সংক্রান্ত মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে ভুক্তভোগী।
রোববার (২৭ এপ্রিল) দুপুরে ভুক্তভোগী জুয়েল আহমেদ একটি প্রেসবিজ্ঞপ্তিতে মিথ্যা সংবাদ প্রকাশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়,’সম্প্রতি দীপ্ত টিভিতে- মেলান্দহ উপজেলা ফুলকোচা ডাকঘর এবং রিভারভিউ রেস্টুরেন্ট সংক্রান্ত যে সংবাদ প্রচারিত হয়েছে, সেটি বাস্তব তথ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং বিভ্রান্তিকর উপস্থাপনাপূর্ণ। এ ধরনের তথ্য প্রচারের মাধ্যমে আমাদের সম্মান ও প্রতিষ্ঠানের ভাবমূর্তির প্রতি অযথা আঘাত এসেছে, যা আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করেছি।
প্রকৃতপক্ষে, ফুলকোচা ডাকঘরটি বিগত প্রায় ১৫ বছরের অধিক সময় ধরে পরিত্যক্ত অবস্থায় রয়েছে। কার্যক্রম চলমান রয়েছে একটি ভাড়া দোকান থেকে, তবে মূল ভবনটি এখনো অক্ষত রয়েছে।

প্রচারিত সংবাদে বলা হয়েছে, “তিন বছর পূর্বে জমি দখলের কারণে ডাকঘরের কার্যক্রম স্থানান্তরিত হয়েছে”, যা সম্পূর্ণভাবে অসত্য। প্রকৃতপক্ষে, রিভারভিউ রেস্টুরেন্ট প্রতিষ্ঠিত হয় দুই বছর পূর্বে এবং ২০২৪ সালের এপ্রিল মাসে অর্থাৎ, প্রতিবেদনে উল্লেখিত জুলাই আন্দোলনের ৪ মাস আগে পরিকল্পিতভাবে অগ্নিসংযোগ করে। যার ফলে রেস্টুরেন্টটি সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়। এরপর দীর্ঘ সময় ধরে প্রতিষ্ঠানটি বন্ধই রয়েছে।
অগ্নিকাণ্ডের ঘটনায় দায়েরকৃত মামলার চার্জশীট বিজ্ঞ আদালতে দাখিল হয়েছে এবং মামলা বিচারাধীন রয়েছে। রেস্টুরেন্ট পরিচালনাকালে ধূমপানসহ সকল ধরনের অসামাজিক কার্যকলাপ কঠোরভাবে নিষিদ্ধ ছিল। কিছু স্থানীয় সন্ত্রাসী ও বখাটে ব্যক্তি, যারা মামলার আসামি, তাদের অসামাজিক কার্যক্রম রেস্তোরাঁয় করতে না পারায় ঈদুল ফিতরের পূর্ববর্তী সময়ে প্রতিশোধমূলকভাবে অগ্নিসংযোগের ঘটনা ঘটায়।

প্রতিবেদনে বলা হয়েছে জুলাই গনঅভ্যুত্থানে আগুন দেয়া হয়েছে। যার মাধ্যমে বিষয়টিকে রাজনৈতিক ট্রায়ালে ফেলার অপচেষ্টা চলছে। কিন্তু প্রকৃত আগুনের ঘটনাটি ঘটেছে জুলাই গনঅভ্যুত্থানের চার মাস আগে। যার ছবি, ভিডিও ফুটেজ, সংবাদ মাধ্যমে প্রচারিত সংবাদ ও তৎপরবর্তীকালে দায়েরকৃত মামলার সকল ডকুমেন্টস সংযুক্ত করা হলো।

প্রচারিত সংবাদে মাদক ও অন্যান্য অপরাধমূলক কার্যকলাপের অভিযোগ উত্থাপিত হয়েছে, যা এক বছরের অধিক সময় ধরে সম্পূর্ণ বন্ধ থাকা একটি প্র তিষ্ঠানের প্র সঙ্গে সম্পূর্ণ ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত।এছাড়া, সংবাদে সাক্ষাৎকার প্রদানকারীদের মধ্যে অধিকাংশই মা মলার আসামি বা তাদের নিকট আত্মীয়, যা উল্লিখিত তথ্যের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ করে।

আমরা যথাযথভাবে সংবাদ প্রতিনিধিকে মামলার নথিপত্র ও জমি সংক্রান্ত বিরোধের পটভূমি ব্যাখ্যা করে প্রকৃত তথ্য অবহিত করেছি। সংবাদটি প্রচারের পূর্বে অন্তত আমাদের সাথে যোগাযোগ করে সংবাদটির ফ্যাক্ট চেক করে তারপর সংবাদ প্রকাশ করা একটি দায়িত্বশীল সংবাদ মাধ্যমের নৈতিক দায়িত্ব বলে মনে করি। সুতরাং যাচাই-বাছাই না করে বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন করায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি। আমরা এ ধরনের মিথ্যা, বিভ্রান্তিকর এবং মানহানিকর সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। ভবিষ্যতে এ জাতীয় মিথ্যা সংবাদ প্রকাশ অব্যাহত থাকলে, আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবো।

আমরা বিশ্বাস করি, পেশাদার সাংবাদিকতার মূ লনীতি হলো নিরপেক্ষতা, সত্যনিষ্ঠা ও যথাযথ অনুসন্ধান। তাই আমরা অত্যন্ত সম্মান ও বিনয়ের সাথে অনুরোধ করছি, ভবিষ্যতে এ ধরনের সংবাদের ক্ষেত্রে আরো সতর্কতা ও তথ্য যাচাই নিশ্চিত করা হোক। আমরা পুনরায় প্রচারিত সংবাদের ভুল তথ্যের জন্য তীব্র নিন্দা জানাই এবং সকলের কাছে প্রকৃত সত্যটি অবহিত করলাম।

Tag :
জনপ্রিয়

ফেনীতে (চায়না বাংলাদেশ) ফ্রেন্ডশিপ হাসপাতাল স্থাপনের দাবিতে এফডিসি’র মানববন্ধন

জামালপুর প্রতিনিধি:

মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগ

প্রকাশিত ০৭:১১:০৪ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫

জামালপুরের মেলান্দহ উপজেলার ফুলকোচা ইউনিয়নে রিভারভিউ রেস্টুরেন্ট সংক্রান্ত মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে ভুক্তভোগী।
রোববার (২৭ এপ্রিল) দুপুরে ভুক্তভোগী জুয়েল আহমেদ একটি প্রেসবিজ্ঞপ্তিতে মিথ্যা সংবাদ প্রকাশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়,’সম্প্রতি দীপ্ত টিভিতে- মেলান্দহ উপজেলা ফুলকোচা ডাকঘর এবং রিভারভিউ রেস্টুরেন্ট সংক্রান্ত যে সংবাদ প্রচারিত হয়েছে, সেটি বাস্তব তথ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং বিভ্রান্তিকর উপস্থাপনাপূর্ণ। এ ধরনের তথ্য প্রচারের মাধ্যমে আমাদের সম্মান ও প্রতিষ্ঠানের ভাবমূর্তির প্রতি অযথা আঘাত এসেছে, যা আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করেছি।
প্রকৃতপক্ষে, ফুলকোচা ডাকঘরটি বিগত প্রায় ১৫ বছরের অধিক সময় ধরে পরিত্যক্ত অবস্থায় রয়েছে। কার্যক্রম চলমান রয়েছে একটি ভাড়া দোকান থেকে, তবে মূল ভবনটি এখনো অক্ষত রয়েছে।

প্রচারিত সংবাদে বলা হয়েছে, “তিন বছর পূর্বে জমি দখলের কারণে ডাকঘরের কার্যক্রম স্থানান্তরিত হয়েছে”, যা সম্পূর্ণভাবে অসত্য। প্রকৃতপক্ষে, রিভারভিউ রেস্টুরেন্ট প্রতিষ্ঠিত হয় দুই বছর পূর্বে এবং ২০২৪ সালের এপ্রিল মাসে অর্থাৎ, প্রতিবেদনে উল্লেখিত জুলাই আন্দোলনের ৪ মাস আগে পরিকল্পিতভাবে অগ্নিসংযোগ করে। যার ফলে রেস্টুরেন্টটি সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়। এরপর দীর্ঘ সময় ধরে প্রতিষ্ঠানটি বন্ধই রয়েছে।
অগ্নিকাণ্ডের ঘটনায় দায়েরকৃত মামলার চার্জশীট বিজ্ঞ আদালতে দাখিল হয়েছে এবং মামলা বিচারাধীন রয়েছে। রেস্টুরেন্ট পরিচালনাকালে ধূমপানসহ সকল ধরনের অসামাজিক কার্যকলাপ কঠোরভাবে নিষিদ্ধ ছিল। কিছু স্থানীয় সন্ত্রাসী ও বখাটে ব্যক্তি, যারা মামলার আসামি, তাদের অসামাজিক কার্যক্রম রেস্তোরাঁয় করতে না পারায় ঈদুল ফিতরের পূর্ববর্তী সময়ে প্রতিশোধমূলকভাবে অগ্নিসংযোগের ঘটনা ঘটায়।

প্রতিবেদনে বলা হয়েছে জুলাই গনঅভ্যুত্থানে আগুন দেয়া হয়েছে। যার মাধ্যমে বিষয়টিকে রাজনৈতিক ট্রায়ালে ফেলার অপচেষ্টা চলছে। কিন্তু প্রকৃত আগুনের ঘটনাটি ঘটেছে জুলাই গনঅভ্যুত্থানের চার মাস আগে। যার ছবি, ভিডিও ফুটেজ, সংবাদ মাধ্যমে প্রচারিত সংবাদ ও তৎপরবর্তীকালে দায়েরকৃত মামলার সকল ডকুমেন্টস সংযুক্ত করা হলো।

প্রচারিত সংবাদে মাদক ও অন্যান্য অপরাধমূলক কার্যকলাপের অভিযোগ উত্থাপিত হয়েছে, যা এক বছরের অধিক সময় ধরে সম্পূর্ণ বন্ধ থাকা একটি প্র তিষ্ঠানের প্র সঙ্গে সম্পূর্ণ ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত।এছাড়া, সংবাদে সাক্ষাৎকার প্রদানকারীদের মধ্যে অধিকাংশই মা মলার আসামি বা তাদের নিকট আত্মীয়, যা উল্লিখিত তথ্যের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ করে।

আমরা যথাযথভাবে সংবাদ প্রতিনিধিকে মামলার নথিপত্র ও জমি সংক্রান্ত বিরোধের পটভূমি ব্যাখ্যা করে প্রকৃত তথ্য অবহিত করেছি। সংবাদটি প্রচারের পূর্বে অন্তত আমাদের সাথে যোগাযোগ করে সংবাদটির ফ্যাক্ট চেক করে তারপর সংবাদ প্রকাশ করা একটি দায়িত্বশীল সংবাদ মাধ্যমের নৈতিক দায়িত্ব বলে মনে করি। সুতরাং যাচাই-বাছাই না করে বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন করায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি। আমরা এ ধরনের মিথ্যা, বিভ্রান্তিকর এবং মানহানিকর সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। ভবিষ্যতে এ জাতীয় মিথ্যা সংবাদ প্রকাশ অব্যাহত থাকলে, আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবো।

আমরা বিশ্বাস করি, পেশাদার সাংবাদিকতার মূ লনীতি হলো নিরপেক্ষতা, সত্যনিষ্ঠা ও যথাযথ অনুসন্ধান। তাই আমরা অত্যন্ত সম্মান ও বিনয়ের সাথে অনুরোধ করছি, ভবিষ্যতে এ ধরনের সংবাদের ক্ষেত্রে আরো সতর্কতা ও তথ্য যাচাই নিশ্চিত করা হোক। আমরা পুনরায় প্রচারিত সংবাদের ভুল তথ্যের জন্য তীব্র নিন্দা জানাই এবং সকলের কাছে প্রকৃত সত্যটি অবহিত করলাম।