স্বদেশ বিচিত্রা প্রতিবেদক : জেলায় আজ বৈষম্যবিরোধী আন্দোলনকালে ঝালকাঠির ১০ শহীদের পরিবারকে মোট ২০ লাখ টাকা অর্থ সহায়তার চেক প্রদান করেছে ঝালকাঠি জেলা পরিষদ।
আজ রোববার দুপুরে ঝালকাঠির জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব চেক প্রদান করা হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে সংশ্লিষ্টদের মধ্যে সহায়তার চেক বিতরণ করেন ঝালকাঠির জেলা প্রশাসক আশরাফুর রহমান।
এ সময় ঝালকাঠির পুলিশ সুপার উজ্জল কুমার রায়, সিভিল সার্জন হুমায়ুন কবির, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান শাহারীয়ার প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ঢাকায় অধ্যয়নরত শিক্ষার্থী ও চাকুরিজীবী জেলার চারটি উপজেলার বাসিন্দা মোট ১০ শহীদের প্রত্যেকের পরিবারকে দুইলাখ টাকা করে মোট ২০ লাখ টাকার চেক প্রদান করা হয়।
স্বদেশ বিচিত্রা/এআর