০৪:৩৮ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
স্বদেশ বিচিত্রা প্রতিবেদক

নাটোরে ইস্টার সানডে পালিত

  • প্রকাশিত ০৩:৪৭:২৬ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫
  • ৫ বার দেখা হয়েছে

স্বদেশ বিচিত্রা প্রতিবেদক : জেলার সব খ্রিস্টান ধর্মপল্লীতে যথাযথ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ইস্টার সানডে পালিত হয়েছে আজ। সকালে গির্জাগুলোতে পবিত্র খ্রিস্টযাগ ও বিশেষ উপাসনার মধ্য দিয়ে শুরু হয় ইস্টার সানডের অনুষ্ঠান।

এ উপলক্ষে জেলার সর্ববৃহৎ খ্রিস্টান ধর্মপল্লীর আওতায় বনপাড়া লুর্দের রাণী মা মারীয়া ক্যাথলিক চার্চে সকাল সাতটা ও নয়টায় প্রধান খ্রিস্টযাগ অনুষ্ঠিত হয়। খ্রিস্টযাগ পরিচালনা করেন প্রধান পাল-পুরোহিত ফাদার দিলীপ এস কস্তা ও সহকারী পাল-পুরোহিত ফাদার ড. শংকর ডমিনিক গমেজ।

একইভাবে বড়াইগ্রামের ভবানীপুর, কুমরুল, মানগাছা, গোপালপুর, বোর্ণী খ্রিস্টান ধর্মপল্লীর চার্চসহ নাটোর সদর, লালপুর, বাগাতিপাড়া, সিংড়ার ক্যাথলিক ও ব্যাপ্টিস্ট চার্চগুলোতে খ্রিস্টযাগ ও বিশেষ উপাসনা অনুষ্ঠিত হয়। খ্রিস্টযাগ ও উপাসনা শেষে নিজ নিজ এলাকায় সামাজিক বৈঠক অনুষ্ঠিত হয় এবং বাড়িতে বাড়িতে দই, মিষ্টি, কলা, চিড়া, মুড়ি, দুধসহ বিভিন্ন ধরনের খাবারের আয়োজন ও অতিথি আপ্যায়ন করা হয়।
স্বদেশ বিচিত্রা/এআর

Tag :
জনপ্রিয়

গোমস্তাপুরে রক্তদানে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশনের সদস্য শাওন

স্বদেশ বিচিত্রা প্রতিবেদক

নাটোরে ইস্টার সানডে পালিত

প্রকাশিত ০৩:৪৭:২৬ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫

স্বদেশ বিচিত্রা প্রতিবেদক : জেলার সব খ্রিস্টান ধর্মপল্লীতে যথাযথ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ইস্টার সানডে পালিত হয়েছে আজ। সকালে গির্জাগুলোতে পবিত্র খ্রিস্টযাগ ও বিশেষ উপাসনার মধ্য দিয়ে শুরু হয় ইস্টার সানডের অনুষ্ঠান।

এ উপলক্ষে জেলার সর্ববৃহৎ খ্রিস্টান ধর্মপল্লীর আওতায় বনপাড়া লুর্দের রাণী মা মারীয়া ক্যাথলিক চার্চে সকাল সাতটা ও নয়টায় প্রধান খ্রিস্টযাগ অনুষ্ঠিত হয়। খ্রিস্টযাগ পরিচালনা করেন প্রধান পাল-পুরোহিত ফাদার দিলীপ এস কস্তা ও সহকারী পাল-পুরোহিত ফাদার ড. শংকর ডমিনিক গমেজ।

একইভাবে বড়াইগ্রামের ভবানীপুর, কুমরুল, মানগাছা, গোপালপুর, বোর্ণী খ্রিস্টান ধর্মপল্লীর চার্চসহ নাটোর সদর, লালপুর, বাগাতিপাড়া, সিংড়ার ক্যাথলিক ও ব্যাপ্টিস্ট চার্চগুলোতে খ্রিস্টযাগ ও বিশেষ উপাসনা অনুষ্ঠিত হয়। খ্রিস্টযাগ ও উপাসনা শেষে নিজ নিজ এলাকায় সামাজিক বৈঠক অনুষ্ঠিত হয় এবং বাড়িতে বাড়িতে দই, মিষ্টি, কলা, চিড়া, মুড়ি, দুধসহ বিভিন্ন ধরনের খাবারের আয়োজন ও অতিথি আপ্যায়ন করা হয়।
স্বদেশ বিচিত্রা/এআর