০৯:০৩ অপরাহ্ন, শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
জান্নাতুল ফেরদৌসী :

জল-জোছনা

  • প্রকাশিত ০২:১৬:১৪ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫
  • ১৬৪ বার দেখা হয়েছে

হাতের মোবাইলটা এক ঝাটকায় ফেলে দিয়ে যাকে আঁকড়ে ধরে আনন্দে বিমোহিত হতে চেয়ে মন মুহূর্তে আঘাত পেল সে তখনও বুঝতেই পারলো না কালো টিপ কপালেই ছিল । কালো জলে হাবুডুবু হলো না তার তড়িৎ প্রবাহের মতো উল্টো দিকে তারপর সারারাত জেগে জীবনের প্রয়োজন, সবুজের আগমন, কোকিলের কুহ কুহ বসন্তের প্রথম আগুন, গুন-গুন গান,গোলাপের ঘ্রাণ, পাখির কূজন, গবাদির জাবর,কুকুরের ঘেউ ঘেউ, চাঁদ জোছনার জলকেলি, যুবকের গালাগালি, পূজারির প্রতারণায়, ভ্রমণের উপাখ্যান, পদ্মপরাগ, ভোমর আর প্রজাপতির মধুর প্রতারণায় পার্থিব সুখ-স্বাচ্ছন্দ্যের উত্তম জাগরণের উৎকর্ষ সাধন, বীজের পরাগায়নের পরিপূর্ণতার হিসাব করতে করতেই কামনার সাগর জলশূন্য আর মোবাইলটা হাতের মুঠোয় আগলে রেখে কেটেছে পুরোটাই প্রহর তবুও তার হৃদয়ের দরজা বন্ধই ছিল কোনো সুখ স্বপ্ন কিংবা দুঃখ বিলাপ তাকে স্পর্শ করার দুঃসাহস পেল না এতোটুকো আর কালের তথ্যচিত্র নথিভুক্ত কিংবা বিশ্লেষিত হয়েছে কি না কোনোদিন হয়তো জানতেই পারবে না নটরাজ কিংবা কলির নবদূত অথবা ধরিত্রীর ধূমকেতু কিংবা সেই কেউ যার জন্যই জোছনা হারিয়ে যায়।

Tag :
জনপ্রিয়

শিক্ষা মন্ত্রণালয়ের আশ্বাসে অনশন ভঙ্গ ১৮ তম নিবন্ধন প্রত্যাশীরা

জান্নাতুল ফেরদৌসী :

জল-জোছনা

প্রকাশিত ০২:১৬:১৪ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫

হাতের মোবাইলটা এক ঝাটকায় ফেলে দিয়ে যাকে আঁকড়ে ধরে আনন্দে বিমোহিত হতে চেয়ে মন মুহূর্তে আঘাত পেল সে তখনও বুঝতেই পারলো না কালো টিপ কপালেই ছিল । কালো জলে হাবুডুবু হলো না তার তড়িৎ প্রবাহের মতো উল্টো দিকে তারপর সারারাত জেগে জীবনের প্রয়োজন, সবুজের আগমন, কোকিলের কুহ কুহ বসন্তের প্রথম আগুন, গুন-গুন গান,গোলাপের ঘ্রাণ, পাখির কূজন, গবাদির জাবর,কুকুরের ঘেউ ঘেউ, চাঁদ জোছনার জলকেলি, যুবকের গালাগালি, পূজারির প্রতারণায়, ভ্রমণের উপাখ্যান, পদ্মপরাগ, ভোমর আর প্রজাপতির মধুর প্রতারণায় পার্থিব সুখ-স্বাচ্ছন্দ্যের উত্তম জাগরণের উৎকর্ষ সাধন, বীজের পরাগায়নের পরিপূর্ণতার হিসাব করতে করতেই কামনার সাগর জলশূন্য আর মোবাইলটা হাতের মুঠোয় আগলে রেখে কেটেছে পুরোটাই প্রহর তবুও তার হৃদয়ের দরজা বন্ধই ছিল কোনো সুখ স্বপ্ন কিংবা দুঃখ বিলাপ তাকে স্পর্শ করার দুঃসাহস পেল না এতোটুকো আর কালের তথ্যচিত্র নথিভুক্ত কিংবা বিশ্লেষিত হয়েছে কি না কোনোদিন হয়তো জানতেই পারবে না নটরাজ কিংবা কলির নবদূত অথবা ধরিত্রীর ধূমকেতু কিংবা সেই কেউ যার জন্যই জোছনা হারিয়ে যায়।