১২:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ফরিদপুরে স্ত্রীর হাতে কৃষকদল নেতা খুন

  • প্রকাশিত ০৪:১৩:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
  • ৭ বার দেখা হয়েছে

স্বদেশ বিচিত্রা প্রতিবেদক : ফরিদপুরের আলফাডাঙ্গায় স্ত্রীর হাতে ওবায়দুর রহমান মুন্সী নামের এক কৃষকদল নেতা খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের স্ত্রী সাবিনা বেগম ও পুত্রবধূ মাসকারা খাতুনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

বুধবার (১৬ এপ্রিল) দিবাগত রাতে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ইছাপাশা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওবায়দুর রহমান মুন্সী ওই গ্রামের আব্দুল খালেক মুন্সীর ছেলে ও উপজেলা কৃষকদলের যুগ্ম-আহ্বায়ক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে ওবায়দুর রহমান মুন্সীর সঙ্গে তার স্ত্রী, ছেলে ও পুত্রবধূর বিরোধ চলে আসছিল। বুধবার রাতে ওবায়দুর রহমান মুন্সীর মাথায় শিল দিয়ে আঘাত করে হত্যা করেন স্ত্রী সাবিনা বেগম।

আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুন অর রশিদ বলেন, ‘‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে।’’

‘‘জিজ্ঞাসাবাদে নিহতের স্ত্রী সাবিনা বেগম হত্যাকাণ্ডের স্বীকার করেছেন। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’- যোগ করেন তিনি।
স্বদেশ বিচিত্রা/এআর

Tag :
জনপ্রিয়

পাইকগাছা-সাতক্ষীরা সড়কের বাঁকা ব্রীজটি চরম ঝুকিতে; ভারি যানবাহন চলাচল বন্ধ

ফরিদপুরে স্ত্রীর হাতে কৃষকদল নেতা খুন

প্রকাশিত ০৪:১৩:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫

স্বদেশ বিচিত্রা প্রতিবেদক : ফরিদপুরের আলফাডাঙ্গায় স্ত্রীর হাতে ওবায়দুর রহমান মুন্সী নামের এক কৃষকদল নেতা খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের স্ত্রী সাবিনা বেগম ও পুত্রবধূ মাসকারা খাতুনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

বুধবার (১৬ এপ্রিল) দিবাগত রাতে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ইছাপাশা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওবায়দুর রহমান মুন্সী ওই গ্রামের আব্দুল খালেক মুন্সীর ছেলে ও উপজেলা কৃষকদলের যুগ্ম-আহ্বায়ক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে ওবায়দুর রহমান মুন্সীর সঙ্গে তার স্ত্রী, ছেলে ও পুত্রবধূর বিরোধ চলে আসছিল। বুধবার রাতে ওবায়দুর রহমান মুন্সীর মাথায় শিল দিয়ে আঘাত করে হত্যা করেন স্ত্রী সাবিনা বেগম।

আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুন অর রশিদ বলেন, ‘‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে।’’

‘‘জিজ্ঞাসাবাদে নিহতের স্ত্রী সাবিনা বেগম হত্যাকাণ্ডের স্বীকার করেছেন। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’- যোগ করেন তিনি।
স্বদেশ বিচিত্রা/এআর