১৫/০৪/২০২৫
“খালে পা”
অরবিন্দ সরকার
আন্তর্জাতিক স্বভাব কবি
বহরমপুর,মুর্শিদাবাদ।
খালে পা পড়লে পরে,ভাংবে মচকাবে,
খালে পা দেওয়া দোষ, বিবাদ স্বভাবে,
খাল কেটে যদি কেউ,কুমির আনাবে,
কুমিরাশ্রু শয়তানি, মুখোশ বানাবে!
জাতের নামে বজ্জাতি, বিদ্বেষ ছড়াবে,
চাকুরী চুরি ঘেঁটে ঘ, নয়ন ঘোরাবে,
মেরুকরণে দো ফুল, ফাঁদ পেতে রবে,
গরীবের জাত মরে, ভাতের অভাবে।
জাত মানুষের সৃষ্টি, কৌশল নীরবে,
টিকে থাকার রসদ,ধনী বড় হবে,
গরীবের খালেই পা, ঘাড় ধাক্কা খাবে,
ফসলের জাতিভেদ, নেই কেন তবে?
মিছামিছি ভাঙা পায়ে, ব্যাণ্ডেজ দেখাবে,
বৈতরণী পার হতে,খালে পা বাড়াবে!