১২:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

শাকিবিয়ানদের প্রশংসা করলেন বুবলী

  • প্রকাশিত ০৩:৩৭:৫২ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫
  • ১১ বার দেখা হয়েছে

স্বদেশ বিচিত্রা বিনোদন ডেস্ক : ঢালিউডে সুবাতাস বইছে। বিভিন্ন ঘরানার সিনেমা মুক্তি পেয়েছে এই ঈদে। এবার ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শবনম বুবলী-সিয়াম আহমেদ অভিনীত সিনেমা ‘জংলি’। মুক্তির প্রথম দিন থেকে স্টার সিনেপ্লেক্সে এই সিনেমার সাতটি করে প্রদর্শনী ছিল। এরপর নানা নাটকীয়তা। দর্শক আগ্রহ থাকা সত্ত্বেও সিনেমাটির প্রদর্শনী কমিয়ে দেওয়া হয়। আবার বাড়ানোও হয়। স্টার সিনেপ্লেক্সে এখন সিনেমাটির ১৪টি করে প্রদর্শনী চলছে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ‘জংলি’ সিনেমার প্রযোজনা সংস্থা টাইগার মিডিয়ার কর্ণধার জাহিদ হাসান। এদিকে জংলি সিনেমার নায়িকা বুবলী বরবাদকেও এগিয়ে রেখেছেন। শাকিবিয়ানদের প্রশংসা করেছেন এই নায়িকা। আর বরবাদকে তুলনা করেছেন ঝড়ের সাথে।

সম্প্রতি বুবলী গণমাধ্যমকে বলেন, ‘‘বরবাদ হলো একটি ঝড়ের নাম। সে ঝড় বইছে। আরও অনেক দিন যাবে। এটা আমাদের ইন্ডাস্ট্রির জন্য অনেক পজেটিভ। বরবাদে আছে আমাদের সবার প্রিয় মেগাস্টার শাকিব খান। তিনি খুবই ভালো অভিনেতা। যিনি দিনের পর দিন নিজেকে ভিন্নভাবে দর্শকদের সামনে উপস্থাপন করছে। এবং দর্শক উনাকে সেভাবে ভালোবাসা দিয়ে একসেপ্ট করছে।’’

তবে এখনও বরবাদ সিনেমা দেখেননি বুবলী। তিনি বলেন, ‘‘এখনতো পারিবারিক সময় যাচ্ছে, অর্থাৎ ‘জংলি’ নিয়ে সময় যাচ্ছে। ‘বরবাদ’ দেখবো অবশ্যই। ‘বরবাদ’ যেহেতু বিগ বাজেটের একটি সিনেমা এটা সাপোর্ট করা আমাদের সবার উচিত। আমাদের ‘জংলি’ যেমন একটা অন্য ঘরানার সিনেমা এবং‘ বরবাদ’ও অন্য রকম। সুতরাং আমার মনে হয় সবকিছু মিলেমিশে একাকার। শাকিবের যারা ভক্ত তারা বরবাদকে যেমন আপন করে নিয়েছেন, জংলিকেও আপন করে নিয়েছেন। এটাইতো হওয়া উচিত। শাকিবিয়ানরা সবার মুভি দেখুক, এটা আমরা চাই। ’’

এই নায়িকা আরও উল্লেখ করেন, যারা বুবলী ভক্ত, সিয়াম ভক্ত তারাও বরবাদ দেখছেন।

উল্লেখ্য, এসকে মুভিস এর সামাজিক যোগাযোগ মাধ্যমে জানানো হয়েছে, ‘বরবাদ’ মুক্তির ১২তম দিনে এসে (শুক্রবার) সারাদেশের ১২১টি সিনেমা হলে দর্শকদের উপচে পড়া ভিড়ে রীতিমতো স্টেডিয়ামে পরিণত হয়েছে! সিনেপ্লেক্স, মাল্টিপ্লেক্স হাউজফুলের সাথে সাথে সিঙ্গেল স্ক্রিনগুলোতে বিকেল ও সন্ধ্যার শো-তে তিল ধারণের ঠাঁই ছিল না! মাল্টিপ্লেক্সসহ একাধিক সিঙ্গেল স্ক্রিনে মিড নাইট শো চলছে, চলবে!
স্বদেশ বিচিত্রা/এআর

Tag :
জনপ্রিয়

শাল-গজারি বনে থামছে না অগ্নিকাণ্ডের ঘটনা, নেপথ্যে চার দুষ্টচক্র

শাকিবিয়ানদের প্রশংসা করলেন বুবলী

প্রকাশিত ০৩:৩৭:৫২ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫

স্বদেশ বিচিত্রা বিনোদন ডেস্ক : ঢালিউডে সুবাতাস বইছে। বিভিন্ন ঘরানার সিনেমা মুক্তি পেয়েছে এই ঈদে। এবার ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শবনম বুবলী-সিয়াম আহমেদ অভিনীত সিনেমা ‘জংলি’। মুক্তির প্রথম দিন থেকে স্টার সিনেপ্লেক্সে এই সিনেমার সাতটি করে প্রদর্শনী ছিল। এরপর নানা নাটকীয়তা। দর্শক আগ্রহ থাকা সত্ত্বেও সিনেমাটির প্রদর্শনী কমিয়ে দেওয়া হয়। আবার বাড়ানোও হয়। স্টার সিনেপ্লেক্সে এখন সিনেমাটির ১৪টি করে প্রদর্শনী চলছে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ‘জংলি’ সিনেমার প্রযোজনা সংস্থা টাইগার মিডিয়ার কর্ণধার জাহিদ হাসান। এদিকে জংলি সিনেমার নায়িকা বুবলী বরবাদকেও এগিয়ে রেখেছেন। শাকিবিয়ানদের প্রশংসা করেছেন এই নায়িকা। আর বরবাদকে তুলনা করেছেন ঝড়ের সাথে।

সম্প্রতি বুবলী গণমাধ্যমকে বলেন, ‘‘বরবাদ হলো একটি ঝড়ের নাম। সে ঝড় বইছে। আরও অনেক দিন যাবে। এটা আমাদের ইন্ডাস্ট্রির জন্য অনেক পজেটিভ। বরবাদে আছে আমাদের সবার প্রিয় মেগাস্টার শাকিব খান। তিনি খুবই ভালো অভিনেতা। যিনি দিনের পর দিন নিজেকে ভিন্নভাবে দর্শকদের সামনে উপস্থাপন করছে। এবং দর্শক উনাকে সেভাবে ভালোবাসা দিয়ে একসেপ্ট করছে।’’

তবে এখনও বরবাদ সিনেমা দেখেননি বুবলী। তিনি বলেন, ‘‘এখনতো পারিবারিক সময় যাচ্ছে, অর্থাৎ ‘জংলি’ নিয়ে সময় যাচ্ছে। ‘বরবাদ’ দেখবো অবশ্যই। ‘বরবাদ’ যেহেতু বিগ বাজেটের একটি সিনেমা এটা সাপোর্ট করা আমাদের সবার উচিত। আমাদের ‘জংলি’ যেমন একটা অন্য ঘরানার সিনেমা এবং‘ বরবাদ’ও অন্য রকম। সুতরাং আমার মনে হয় সবকিছু মিলেমিশে একাকার। শাকিবের যারা ভক্ত তারা বরবাদকে যেমন আপন করে নিয়েছেন, জংলিকেও আপন করে নিয়েছেন। এটাইতো হওয়া উচিত। শাকিবিয়ানরা সবার মুভি দেখুক, এটা আমরা চাই। ’’

এই নায়িকা আরও উল্লেখ করেন, যারা বুবলী ভক্ত, সিয়াম ভক্ত তারাও বরবাদ দেখছেন।

উল্লেখ্য, এসকে মুভিস এর সামাজিক যোগাযোগ মাধ্যমে জানানো হয়েছে, ‘বরবাদ’ মুক্তির ১২তম দিনে এসে (শুক্রবার) সারাদেশের ১২১টি সিনেমা হলে দর্শকদের উপচে পড়া ভিড়ে রীতিমতো স্টেডিয়ামে পরিণত হয়েছে! সিনেপ্লেক্স, মাল্টিপ্লেক্স হাউজফুলের সাথে সাথে সিঙ্গেল স্ক্রিনগুলোতে বিকেল ও সন্ধ্যার শো-তে তিল ধারণের ঠাঁই ছিল না! মাল্টিপ্লেক্সসহ একাধিক সিঙ্গেল স্ক্রিনে মিড নাইট শো চলছে, চলবে!
স্বদেশ বিচিত্রা/এআর