গতকাল ইফতার পার্টির মধ্য দিয়ে হয়ে গেলো ছয় আটিয়ান (০৬০৮) একঝাক বন্ধুর মিলন মেলা, বন্ধুত্বের বন্ধনে গুলশান জোনের ডাকে সাড়া দিয়েছে শহরের আনাচে কানাচে থাকা সকল বন্ধু। অনেক বন্ধু ঢাকার বাইরে থেকে এসে মিলিত হয়েছে। এটাই সম্ভবত ভ্রাতৃত্বের বন্ধনের মেল বন্ধন, উক্ত আয়োজনে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও মোনাজাত করেন ০৬০৮ ব্যাচের হাফেজ মাওলানা মুফতি কাউসার আহমদ, গুলশান জোনের এই আয়োজনে বাড়তি আনন্দ ছিলো সবার জন্য খুব সুন্দর আকর্ষণীয় উপহার, উক্ত সুন্দর ও সফল আয়োজনের জন্য বিশেষ ভাবে ধন্যবাদ পেয়েছেন গুলশান জোনের এডমিন প্যানেলের জনাব ফকরুল ইসলাম, মাসুম আদি, শামিম ভুইয়া সহ আরও অনেকেই, উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দৈনিক স্বদেশ বিচিত্রার স্টাফ রিপোর্টার (ঢাকা উত্তর) জনাব আল আমিন ব্যাচ ০৬০৮। ইফতার শেষ নামাজ শেষ করে সবাই সবার সাথে কুশল বিনিময়ের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।