০৪:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
এবিএম ইমরান:

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সচেতনতা র‍্যালি করেছে টেকনিক্যাল ব্যবসায়ী সমিতি

  • প্রকাশিত ১০:৩৯:৪২ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫
  • ৬৯ বার দেখা হয়েছে

 

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে জনগণের সচেতনতা বৃদ্ধি করতে টেকনিক্যাল ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে এক সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

১৪ মার্চ বিকাল ৪টায় র‍্যালিটি চট্টগ্রাম পলিটেকনিক মোড় থেকে শুরু হয়ে টেক্সটাইল মোড় প্রদক্ষিণ করে বেবিসুপার মার্কেটের সামনে এসে শেষ হয়। এতে ব্যবসায়ী নেতৃবৃন্দসহ স্থানীয় ব্যবসায়ীরা অংশ নেন।

র‍্যালি শেষে সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার মাহবুবুল হাসান রুমী বলেন, “অন্য বছরের তুলনায় এবারের রমজানে বাজার পরিস্থিতি কিছুটা স্থিতিশীল ছিল। ব্যবসায়ীরা রমজানের পবিত্রতা রক্ষায় যথেষ্ট সংযমী ছিলেন, যা বাজারদরের ভারসাম্য রক্ষায় সহায়ক হয়েছে।”

তিনি আরও বলেন, সরকার ও ব্যবসায়ী সমাজের যৌথ প্রচেষ্টায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সম্ভব হয়েছে। তবে জনসচেতনতা বাড়াতে এ ধরনের কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন।

এই সময় আরও বক্তব্য রাখেন, সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আজম, ইমরান সিকদার, ডা. সিরাজুল ইসলাম, হাসেম সওদাগর, ফরিদ সওদাগর প্রমূখ।

উক্ত র‍্যালির মাধ্যমে ব্যবসায়ীরা সাধারণ জনগণকে ন্যায্যমূল্যে পণ্য কেনাবেচার বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানান।

Tag :
জনপ্রিয়

এবিএম ইমরান:

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সচেতনতা র‍্যালি করেছে টেকনিক্যাল ব্যবসায়ী সমিতি

প্রকাশিত ১০:৩৯:৪২ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫

 

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে জনগণের সচেতনতা বৃদ্ধি করতে টেকনিক্যাল ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে এক সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

১৪ মার্চ বিকাল ৪টায় র‍্যালিটি চট্টগ্রাম পলিটেকনিক মোড় থেকে শুরু হয়ে টেক্সটাইল মোড় প্রদক্ষিণ করে বেবিসুপার মার্কেটের সামনে এসে শেষ হয়। এতে ব্যবসায়ী নেতৃবৃন্দসহ স্থানীয় ব্যবসায়ীরা অংশ নেন।

র‍্যালি শেষে সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার মাহবুবুল হাসান রুমী বলেন, “অন্য বছরের তুলনায় এবারের রমজানে বাজার পরিস্থিতি কিছুটা স্থিতিশীল ছিল। ব্যবসায়ীরা রমজানের পবিত্রতা রক্ষায় যথেষ্ট সংযমী ছিলেন, যা বাজারদরের ভারসাম্য রক্ষায় সহায়ক হয়েছে।”

তিনি আরও বলেন, সরকার ও ব্যবসায়ী সমাজের যৌথ প্রচেষ্টায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সম্ভব হয়েছে। তবে জনসচেতনতা বাড়াতে এ ধরনের কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন।

এই সময় আরও বক্তব্য রাখেন, সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আজম, ইমরান সিকদার, ডা. সিরাজুল ইসলাম, হাসেম সওদাগর, ফরিদ সওদাগর প্রমূখ।

উক্ত র‍্যালির মাধ্যমে ব্যবসায়ীরা সাধারণ জনগণকে ন্যায্যমূল্যে পণ্য কেনাবেচার বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানান।