১১:০২ অপরাহ্ন, শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

★ দোল উৎসবের ইতিকথা ★

  • প্রকাশিত ১০:৪৩:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫
  • ২৬০ বার দেখা হয়েছে

 

কবিতা রানী পাল:আজ থেকে প্রায় পাঁচ হাজার বছর আগে বৃন্দাবন লীলায় ব্রজবাসীগণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এবং তাঁর অন্তরঙ্গা শক্তি রাধারানীকে একত্রে পেয়ে সীমাহীন আনন্দে উদ্বেলিত হয়ে তাঁদের চরণে আবির ঢেলে রঞ্জিত করে দেন। ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধা রানীও এই আনন্দ উৎসবে তাদের সাথে মেতে ওঠেন।

সেই দিনটি ছিল ফাল্গুন মাসের পূর্ণিমা তিথি। ওই দিনে এতটাই আনন্দ উৎসব হয় যে পরবর্তীতে বৃন্দাবন বাসীরা আর ঐ দিনটিকে ভুলতে পারেন নি। তাই আজও মানুষ তা পালন করে চলেছে।

ওই দিনে ভগবান শ্রীকৃষ্ণ আর রাধারানীকে বৃন্দাবন বাসীরা প্রেমানন্দের দোলনায় দোল দিয়েছিল বলে এই উৎসবটিকে দোল উৎসব বলা হয়। আর যেহেতু ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে উৎসবটি পালিত হয়েছিল তাই ফাল্গুন মাসের এই পূর্ণিমাকে দোল পূর্ণিমা বলা হয়।

Tag :
জনপ্রিয়

শিক্ষা মন্ত্রণালয়ের আশ্বাসে অনশন ভঙ্গ ১৮ তম নিবন্ধন প্রত্যাশীরা

★ দোল উৎসবের ইতিকথা ★

প্রকাশিত ১০:৪৩:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫

 

কবিতা রানী পাল:আজ থেকে প্রায় পাঁচ হাজার বছর আগে বৃন্দাবন লীলায় ব্রজবাসীগণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এবং তাঁর অন্তরঙ্গা শক্তি রাধারানীকে একত্রে পেয়ে সীমাহীন আনন্দে উদ্বেলিত হয়ে তাঁদের চরণে আবির ঢেলে রঞ্জিত করে দেন। ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধা রানীও এই আনন্দ উৎসবে তাদের সাথে মেতে ওঠেন।

সেই দিনটি ছিল ফাল্গুন মাসের পূর্ণিমা তিথি। ওই দিনে এতটাই আনন্দ উৎসব হয় যে পরবর্তীতে বৃন্দাবন বাসীরা আর ঐ দিনটিকে ভুলতে পারেন নি। তাই আজও মানুষ তা পালন করে চলেছে।

ওই দিনে ভগবান শ্রীকৃষ্ণ আর রাধারানীকে বৃন্দাবন বাসীরা প্রেমানন্দের দোলনায় দোল দিয়েছিল বলে এই উৎসবটিকে দোল উৎসব বলা হয়। আর যেহেতু ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে উৎসবটি পালিত হয়েছিল তাই ফাল্গুন মাসের এই পূর্ণিমাকে দোল পূর্ণিমা বলা হয়।