রোজার দিনে খোকন
নার্গিস আক্তার
বছর ঘুরে এলো রোজা
খোকন খাবে সেহেরি
রোজা রাখবে সেহেরী খাবে
সন্ধ্যেবেলা ইফতারি।
মজার মজার খাবার খাবে
তিরিশ রোজা ভর
শরবত দিয়ে রোজা ভাঙবে
নামাজ পড়বে মাস ভর।
মা বাবার সঙ্গে খোকন বসে
পাঁচ ওয়াক্ত নামাজে
নামাজ শেষে মুনাজাত ধরে
সকাল বিকাল সাজে।