০১:২৭ পূর্বাহ্ন, রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

চাঁদখালী ইউনিয়নে বিভিন্ন ভাঠায় এসিল্যান্ড মহোদয়ের আকষ্মিক অভিযান।

  • প্রকাশিত ০৬:২৮:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫
  • ১৭১ বার দেখা হয়েছে

গাজী মো:আবদুল আলীম।
বিশেষ প্রতিনিধি।
দৈনিক স্বদেশ বিচিত্রা।

সরকার ঘোষিত ৭দিনের আলটিমেটাম দিয়ে ভাঠা বন্ধের নির্দেশের পর মাত্র ১দিন পরে আকষ্মি
ক ভাবে এসিল্যান্ড মহোদয় চাঁদখালী ইউনিয়নে অভিযান পরচালনা করেন।
এম বি এম ভাঠা,এস বি এম ভাঠা ও সরদার বিরিক্স এ অভিযান চালিয়ে তাদের ভাঠা বন্ধ রাখার চুড়ান্ত নির্দেশ দিয়ে বিদ্যূত সংযোগ কেটে দিয়ে চলে এসেছেন।তার অনূমতি ব্যতিত ভাঠা না চালানোর চুড়ান্ত নির্দেশ দিয়ে চলে এসেছেন।
চাঁদখালি ইউনিয়নের আরও ৭টি ভাঠায় তিনি প্রবেশ করেন নি।ভাঠা মালিকগন জানান ৭টি ভাঠার দালিলিক কাগজ পত্র এসিল্যান্ড অফিসে জমা প্রদান করায় হয়তো সে সকল ভাঠায় অভিযান করেন নি।তাদের হাইকোর্টের রিট আছে এ মর্মে ভাঠা মালিকগন দাবী করেন।
প্রশাসনের কাছে সকল ভাঠা মালিকগন একযোগে এবং একসাথে এ মৌসমের সামনে ২/৩ মাস সময় প্রার্থনা করেন।
আগামীতে তারা এ পেশা থেকে সরে দাড়াবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন।
প্রশাসন ৭দিনের সময় সীমা শেষ হবার পূর্বেই এ অভিযান ভাঠা মালিকদের মধ্যে চরম আতঙ্ক তৈরী হয়েছে।ভাঠা মালিকগন তাদের ব্যবসা নিয়ে চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।তারা অনতিবিলম্বে এ ধরনের অভিযান বন্ধ ও সুষ্ঠু ভাবে ব্যবসা করার জন্য সংশ্লিষ্ট অধিদপ্তরের কাছে জোরালো আবেদন করেছেন।

Tag :
জনপ্রিয়

শিক্ষা মন্ত্রণালয়ের আশ্বাসে অনশন ভঙ্গ ১৮ তম নিবন্ধন প্রত্যাশীরা

চাঁদখালী ইউনিয়নে বিভিন্ন ভাঠায় এসিল্যান্ড মহোদয়ের আকষ্মিক অভিযান।

প্রকাশিত ০৬:২৮:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫

গাজী মো:আবদুল আলীম।
বিশেষ প্রতিনিধি।
দৈনিক স্বদেশ বিচিত্রা।

সরকার ঘোষিত ৭দিনের আলটিমেটাম দিয়ে ভাঠা বন্ধের নির্দেশের পর মাত্র ১দিন পরে আকষ্মি
ক ভাবে এসিল্যান্ড মহোদয় চাঁদখালী ইউনিয়নে অভিযান পরচালনা করেন।
এম বি এম ভাঠা,এস বি এম ভাঠা ও সরদার বিরিক্স এ অভিযান চালিয়ে তাদের ভাঠা বন্ধ রাখার চুড়ান্ত নির্দেশ দিয়ে বিদ্যূত সংযোগ কেটে দিয়ে চলে এসেছেন।তার অনূমতি ব্যতিত ভাঠা না চালানোর চুড়ান্ত নির্দেশ দিয়ে চলে এসেছেন।
চাঁদখালি ইউনিয়নের আরও ৭টি ভাঠায় তিনি প্রবেশ করেন নি।ভাঠা মালিকগন জানান ৭টি ভাঠার দালিলিক কাগজ পত্র এসিল্যান্ড অফিসে জমা প্রদান করায় হয়তো সে সকল ভাঠায় অভিযান করেন নি।তাদের হাইকোর্টের রিট আছে এ মর্মে ভাঠা মালিকগন দাবী করেন।
প্রশাসনের কাছে সকল ভাঠা মালিকগন একযোগে এবং একসাথে এ মৌসমের সামনে ২/৩ মাস সময় প্রার্থনা করেন।
আগামীতে তারা এ পেশা থেকে সরে দাড়াবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন।
প্রশাসন ৭দিনের সময় সীমা শেষ হবার পূর্বেই এ অভিযান ভাঠা মালিকদের মধ্যে চরম আতঙ্ক তৈরী হয়েছে।ভাঠা মালিকগন তাদের ব্যবসা নিয়ে চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।তারা অনতিবিলম্বে এ ধরনের অভিযান বন্ধ ও সুষ্ঠু ভাবে ব্যবসা করার জন্য সংশ্লিষ্ট অধিদপ্তরের কাছে জোরালো আবেদন করেছেন।