০৯:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সান্তনু দাস (সাদা ভাই) :

তুমি আছো সৃজনে

  • প্রকাশিত ০৩:৪৪:০০ অপরাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫
  • ৩৯ বার দেখা হয়েছে

তুমি আছো, ছিলে, থাকবে,
আমার মনের আয়নার ভেতর,
যেভাবে জল থাকে নদীর গভীরে,
যেভাবে রোদ থাকে সকালের শিশিরে।

আমি আয়নার দিকে তাকালেই দেখি,
তোমার চোখের গাঢ় শ্যামল ছায়া,
হাসির কোণে লুকানো এক চিলতে দুষ্টুমি,
আর অযথা অভিমান জমে থাকা ঠোঁট।

তুমি আসো, প্রতিদিন,
হাত বাড়িয়ে ধরো আলোছায়ার গান,
আমার কথারা লেগে থাকে তোমার ওড়নায়,
কখনো শব্দ হয়ে, কখনো নিঃশব্দতায়।

এই শহরের সব পথ চেনে আমাদের গল্প,
গাছের পাতায় জমে থাকা বিকেলের রোদ,
হাওয়ার ফাঁকে ফাঁকে গুনগুন করা কিছু গান,
আর মনের আয়নায় লেখা, তুমি আছো।

Tag :
জনপ্রিয়

সিটিসি মো. গোলাম রব্বানীর বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি-লুটপাট আর নারী কেলেংকারীর অভিযোগ, তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া জরুরী

সান্তনু দাস (সাদা ভাই) :

তুমি আছো সৃজনে

প্রকাশিত ০৩:৪৪:০০ অপরাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫

তুমি আছো, ছিলে, থাকবে,
আমার মনের আয়নার ভেতর,
যেভাবে জল থাকে নদীর গভীরে,
যেভাবে রোদ থাকে সকালের শিশিরে।

আমি আয়নার দিকে তাকালেই দেখি,
তোমার চোখের গাঢ় শ্যামল ছায়া,
হাসির কোণে লুকানো এক চিলতে দুষ্টুমি,
আর অযথা অভিমান জমে থাকা ঠোঁট।

তুমি আসো, প্রতিদিন,
হাত বাড়িয়ে ধরো আলোছায়ার গান,
আমার কথারা লেগে থাকে তোমার ওড়নায়,
কখনো শব্দ হয়ে, কখনো নিঃশব্দতায়।

এই শহরের সব পথ চেনে আমাদের গল্প,
গাছের পাতায় জমে থাকা বিকেলের রোদ,
হাওয়ার ফাঁকে ফাঁকে গুনগুন করা কিছু গান,
আর মনের আয়নায় লেখা, তুমি আছো।