০৩:২১ অপরাহ্ন, শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

দৈনিক ৬০ টাকা হাজিরা পাওয়া উমেদার ইমরান এখন কোটি টাকার মালিক তার আতঙ্কে শ্যামপুর সাব-রেজিস্ট্রি অফিস

  • প্রকাশিত ০৯:৩৮:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫
  • ৫১ বার দেখা হয়েছে

___________________________________________

তানজিম ইসলাম
________________

শ্যামপুর সাব রেজিস্ট্রি অফিস যেখানে প্রতিনিয়ত আনাগোনা হাজারো মানুষের ঢল চলে জমি কেনা বেচা প্রতিদিন গড়ে দলিল রেজিস্ট্রি হয় ২০০- ৩০০ শত দলিল রেজিস্ট্রি সম্পন্ন হয় কিন্তু যে কেউ দলিল করতে আসুক ইমরানের নামটা হয়ে যায় সবারই জানা এর মূল কারন হল শ্যামপুর সাব রেজিস্ট্রি অফিসে উমেদার ইমরান যোগদান করার পর থেকে গড়ে তুলেছেন বিশাল এক সিন্ডিকেট যার প্রাধন তিনি নিজেই

ইমরানের আরেক নাম ভাগিনা ইমরান তার এই নামের ব্যাখ্যা হল সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ভাইগ্না নামে পরিচিত শ্যাপুর সাব রেজিস্ট্রি অফিসের উমেদার ইমরান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাগিনা স্টীকার গায়ে লাগিয়ে অল্প সময়ের ভিতর হয়ে যায় পুটি মাছ থেকে রাগব বোয়াল স্বৈরাচার আওয়ামী লীগ দল ৫ই আগষ্ট পতন হওয়ার পর কিছু দিনের জন্য গা ঢাকা দিয়েছিলেন ইমরান নিয়মিত অফিসে যেতেন না ইমরান দেশের পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসলে আবারও শুরু করেন শ্যাপুর সাব রেজিস্ট্রি অফিসে তার সাম্রাজ্য

ইমরানে সম্পর্কে জানার জন্য তার অফিসে যাওয়ার পর নাম না বলা এক দলিল লেখক বলেন ইমরান আমাদের শ্যাপুর সাব রেজিস্ট্রি অফিসটাকে জিম্বি করে রেখেছে সাব রেজিস্ট্রার স্যারে কাছে দলিল নিয়ে গেলে ইমরানকে দিয়ে দলিল চেক করায় ইমরান দলিলের কোন ভুল না থাকলে উল্টা পাল্টা ভুল ধরে মোটা অংকের ঘুষ দাবি করে থাকে আর যদি কোন দলিল লেখক ইমরানে কথামত টাকা দিতে রাজিন না হয় তাহলে ইমরান তার দলিল আটকিয়ে রাখে এবং তার সিন্ডিকেটর মাধ্যমে তাকে হেনেস্ত করে

ইমরান দলিল প্রতি দলিল লেখকদের কাছ থেকে ৫% অতিরিক্ত কমিশন ফি নিয়ে থাকেন যার অপর নাম ঘুষ
তার এই ঘুষ বানিজ্য করে ঢাকায় কদমতলী থানার ৬৫ নং ওয়ার্ড, ১০ তলা ভবনে রয়েছে ২টি ফ্ল্যাট যার
হোল্ডিং নাম্বার ২৫২/৩ মেরাজ নগর, বি- ব্লক মেইন রোডের পাশেই এছাড়াও তেজগাঁও হর্কাস মার্কেটে রয়েছে তার একাদিক দোকান এবং ৮ ই ফ্রেরুয়ারি ২০২৫ইং তারিখে তেজগাঁও গভঃ হকার্স মার্কেট ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশন রেজি:নং:ঢ-০৪৭৩২(কলোনি বাজার) ২০২৫-২০২৬ নির্বাচনে মাইক মার্কায়(প্রচার সম্পাদক ) পদে বিপুল ভোটে জয় লাভ করেন এই নির্বাচনে প্রচুর টাকা ব্যয় করে থাকেন উমেদার ইমরান

এখন আসল রহস্য এখানে একজন ব্যাক্তি যদি দৈনিক ৬০ টাকা হাজিরা পায় তাহলে (৬০×২৫)= ১৫০০ শত টাকা তার মাসিক ইনকাম যা বর্তমানে বাজারে সংসার চালানো হিমশিম সেখানে কি ভাবে উমেদার ইমরান ক্রয় করেন ফ্ল্যাট, গাড়ি ও লক্ষ লক্ষ টাকা ব্যয় করে নির্বাচিত হয় একটি মার্কেটের প্রচার সম্পাদক হিসেবে

এতে সহজে বুজা যায় দুদকের চোখে আড়ালে গড়ে তুলেন ইমরান তার অবৈধ সম্পদের পাহাড়।

এসকল বিষয় আরও জানার জন্য ইমরানকে দৈনিক স্বদেশ বিচিত্রা অফিস থেকে একাধিকবার ফোন করলে ফোনটিতে রিসিভ করেনি

আগামী ২য় পর্বে থাকবে উমেদার ইমরানের ঘুষ বানিজ্য রহস্য

Tag :

সংবাদ প্রকাশের জের ধরে তারাগঞ্জে সাংবাদিকে হুমকি দিলেন আবু সাঈদ হত্যামামলার আসামী সাবেক উপজেলা চেয়ারম্যান

দৈনিক ৬০ টাকা হাজিরা পাওয়া উমেদার ইমরান এখন কোটি টাকার মালিক তার আতঙ্কে শ্যামপুর সাব-রেজিস্ট্রি অফিস

প্রকাশিত ০৯:৩৮:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫

___________________________________________

তানজিম ইসলাম
________________

শ্যামপুর সাব রেজিস্ট্রি অফিস যেখানে প্রতিনিয়ত আনাগোনা হাজারো মানুষের ঢল চলে জমি কেনা বেচা প্রতিদিন গড়ে দলিল রেজিস্ট্রি হয় ২০০- ৩০০ শত দলিল রেজিস্ট্রি সম্পন্ন হয় কিন্তু যে কেউ দলিল করতে আসুক ইমরানের নামটা হয়ে যায় সবারই জানা এর মূল কারন হল শ্যামপুর সাব রেজিস্ট্রি অফিসে উমেদার ইমরান যোগদান করার পর থেকে গড়ে তুলেছেন বিশাল এক সিন্ডিকেট যার প্রাধন তিনি নিজেই

ইমরানের আরেক নাম ভাগিনা ইমরান তার এই নামের ব্যাখ্যা হল সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ভাইগ্না নামে পরিচিত শ্যাপুর সাব রেজিস্ট্রি অফিসের উমেদার ইমরান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাগিনা স্টীকার গায়ে লাগিয়ে অল্প সময়ের ভিতর হয়ে যায় পুটি মাছ থেকে রাগব বোয়াল স্বৈরাচার আওয়ামী লীগ দল ৫ই আগষ্ট পতন হওয়ার পর কিছু দিনের জন্য গা ঢাকা দিয়েছিলেন ইমরান নিয়মিত অফিসে যেতেন না ইমরান দেশের পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসলে আবারও শুরু করেন শ্যাপুর সাব রেজিস্ট্রি অফিসে তার সাম্রাজ্য

ইমরানে সম্পর্কে জানার জন্য তার অফিসে যাওয়ার পর নাম না বলা এক দলিল লেখক বলেন ইমরান আমাদের শ্যাপুর সাব রেজিস্ট্রি অফিসটাকে জিম্বি করে রেখেছে সাব রেজিস্ট্রার স্যারে কাছে দলিল নিয়ে গেলে ইমরানকে দিয়ে দলিল চেক করায় ইমরান দলিলের কোন ভুল না থাকলে উল্টা পাল্টা ভুল ধরে মোটা অংকের ঘুষ দাবি করে থাকে আর যদি কোন দলিল লেখক ইমরানে কথামত টাকা দিতে রাজিন না হয় তাহলে ইমরান তার দলিল আটকিয়ে রাখে এবং তার সিন্ডিকেটর মাধ্যমে তাকে হেনেস্ত করে

ইমরান দলিল প্রতি দলিল লেখকদের কাছ থেকে ৫% অতিরিক্ত কমিশন ফি নিয়ে থাকেন যার অপর নাম ঘুষ
তার এই ঘুষ বানিজ্য করে ঢাকায় কদমতলী থানার ৬৫ নং ওয়ার্ড, ১০ তলা ভবনে রয়েছে ২টি ফ্ল্যাট যার
হোল্ডিং নাম্বার ২৫২/৩ মেরাজ নগর, বি- ব্লক মেইন রোডের পাশেই এছাড়াও তেজগাঁও হর্কাস মার্কেটে রয়েছে তার একাদিক দোকান এবং ৮ ই ফ্রেরুয়ারি ২০২৫ইং তারিখে তেজগাঁও গভঃ হকার্স মার্কেট ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশন রেজি:নং:ঢ-০৪৭৩২(কলোনি বাজার) ২০২৫-২০২৬ নির্বাচনে মাইক মার্কায়(প্রচার সম্পাদক ) পদে বিপুল ভোটে জয় লাভ করেন এই নির্বাচনে প্রচুর টাকা ব্যয় করে থাকেন উমেদার ইমরান

এখন আসল রহস্য এখানে একজন ব্যাক্তি যদি দৈনিক ৬০ টাকা হাজিরা পায় তাহলে (৬০×২৫)= ১৫০০ শত টাকা তার মাসিক ইনকাম যা বর্তমানে বাজারে সংসার চালানো হিমশিম সেখানে কি ভাবে উমেদার ইমরান ক্রয় করেন ফ্ল্যাট, গাড়ি ও লক্ষ লক্ষ টাকা ব্যয় করে নির্বাচিত হয় একটি মার্কেটের প্রচার সম্পাদক হিসেবে

এতে সহজে বুজা যায় দুদকের চোখে আড়ালে গড়ে তুলেন ইমরান তার অবৈধ সম্পদের পাহাড়।

এসকল বিষয় আরও জানার জন্য ইমরানকে দৈনিক স্বদেশ বিচিত্রা অফিস থেকে একাধিকবার ফোন করলে ফোনটিতে রিসিভ করেনি

আগামী ২য় পর্বে থাকবে উমেদার ইমরানের ঘুষ বানিজ্য রহস্য