মোছাঃ তাহেরা খাতুনঃ গোপন সংবাদের ভিত্তিতে, ২১ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ আনুমানিক ১৬৩০ ঘটিকায় দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার ০৫ নং ছাতইল ইউনিয়নের তেতড়া গ্রাম এলাকায় দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ পরমেশ্বরপুর বিওপি হতে নায়েব সুবেদার মোঃ মুমিনুল ইসলাম এর নেতৃত্বে বর্ডার গার্ড বাংলাদেশ এর একটি টহলদল সীমান্ত পিলার ৩৩১/৮-এস হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অবস্থান নেয়। এ সময় কিছু লোক সীমান্তবর্তী এলাকা দিয়ে যাওয়ার সময় বিজিবি টহল দলের উপস্থিতি বুঝতে পেরে একটি মোটরসাইকেল ফেলে পালিয়ে যায় বলে জানাগেছে। পরবর্তীতে টহল দল মোটরসাইকেল তল্লাশী করে ০৫ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করতে সক্ষম হয় মর্মে জানিয়েছেন দিনাজপুর ব্যাটালিয়ন ( ৪২) বিজিবি।
তথ্যানুসন্ধানে জানা যায় যে, উক্ত ঘটনার সাথে পলাতক ব্যক্তি মোঃ মাসুদ রানা (২৬), পিতা শরিফুল ইসলাম, গ্রামঃ তেতড়া নয়াপাড়া, পোস্টঃ মাহেরপুর, থানাঃ বোচাগঞ্জ, জেলাঃ দিনাজপুর এবং মোঃ মিজু মিয়া, পিতাঃ মোঃ আনার মিয়া, গ্রামঃ চালানদিঘী, পোস্টঃ মাহেরপুর, থানাঃ বোচাগঞ্জ, জেলাঃ দিনাজপুর জড়িত। বর্ণিত ব্যক্তিদের বিরুদ্ধে বোচাগঞ্জ থানার মামলা নং ১১ তারিখ ২২ ফেব্রুয়ারী ২০২৫।