আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে, গ্যালারী চিত্রক বিশিষ্ট চিত্রশিল্পী সব্জীব দাস অপু’র The Storyteller শিরোনামে তৃতীয় একক চিত্র প্রদর্শনীর আয়োজন করতে যাচ্ছে। আগামী ১৫ ফেব্রুয়ারি, শনিবার বিকেল ৫ টায় প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে আপনাকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন ইমেরিটাস অধ্যাপক শিল্পী রফিকুন নবী।
আর্ট বাংলা ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক শিল্পী মোহাম্মদ ইউনুস এবং বাংলাদেশ সুপ্রিমকোর্ট এর সিনিয়র অ্যাডভোকেট নাহিদ মাহতাব বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
প্রদর্শনীতে শিল্পীর সাম্প্রতিক সময়ের অর্ধশতাধিক চিত্রকর্ম স্থান পাবে।
আপনার সবান্ধব উপস্থিতি এই অনুষ্ঠানকে আরো প্রাণবন্ত করে তুলবে।
প্রদর্শনী ১৫ ফেব্রুয়ারি থেকে ০৬ মার্চ, ২০২৫ পর্যন্ত শিল্পী ও শিল্পানুরাগীদের জন্য প্রতিদিন সকাল ১১ টা থেকে রাত ৮ টা পর্যন্ত উন্মুক্ত থাকবে।
মো: মনিরুজ্জামান
নির্বাহী পরিচালক