০৮:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
নার্গিস আক্তার :

দুষ্টু খুকু

  • প্রকাশিত ০৬:৫৩:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫
  • ১১৮ বার দেখা হয়েছে

দুষ্টু খুকু
নার্গিস আক্তার

খুকু অনেক দুষ্টু মেয়ে
মিষ্টি করে কথা কয়
সবাই তাকে ভালোবাসে
আদর করে কথা কয় ।

খেলনা নিয়ে করে খেলা
পুতুল দেয় বিয়ে
মায়ের ডাকে দেয় না সারা
ধরবে সে এখন টিয়ে।

খুকু ডাকে আয় আয় টিয়ে
পুতুলের আজ বিয়ে
টিয়ে এলো নায়ে করে
খাব পুতুলের বিয়ে।

বর এলো খরগোশের পিঠে
রাঙা শাড়ি নিয়ে
পুতুল যাবে শ্বশুর বাড়ি
চোখের পানি দিয়ে।

 

Tag :
জনপ্রিয়

শিক্ষা মন্ত্রণালয়ের আশ্বাসে অনশন ভঙ্গ ১৮ তম নিবন্ধন প্রত্যাশীরা

নার্গিস আক্তার :

দুষ্টু খুকু

প্রকাশিত ০৬:৫৩:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫

দুষ্টু খুকু
নার্গিস আক্তার

খুকু অনেক দুষ্টু মেয়ে
মিষ্টি করে কথা কয়
সবাই তাকে ভালোবাসে
আদর করে কথা কয় ।

খেলনা নিয়ে করে খেলা
পুতুল দেয় বিয়ে
মায়ের ডাকে দেয় না সারা
ধরবে সে এখন টিয়ে।

খুকু ডাকে আয় আয় টিয়ে
পুতুলের আজ বিয়ে
টিয়ে এলো নায়ে করে
খাব পুতুলের বিয়ে।

বর এলো খরগোশের পিঠে
রাঙা শাড়ি নিয়ে
পুতুল যাবে শ্বশুর বাড়ি
চোখের পানি দিয়ে।