প্রদীপ কুমার পাল :
বাংলাদেশ ক্যাপিটাল ইনভেসমেন্ট এসোসিয়েশন এর পক্ষ থেকে গত ০৩-০২-২৫ ইং ঢাকা স্টক এক্সচেঞ্জ বি.এস.ই.সি মতিঝিল ঢাকা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন এস এম ইকবাল হোসেন। প্রধান অতিথি মো:নুরুল হক নুর (সভাপতি-গণঅধিকার পরিষদ ও সাবেক ভিপি ডাকসু), বিশেষ অতিথি ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, সাধারন সম্পাদক এবি পার্টি , ইসমাইল সম্রাট (আহবায়ক বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার পরিষদ) , মোঃ ফজলুল বারী (অর্থ ও পুঁজিবাজার বিশ্লেষক) , মোঃ দিদারুল আলম ভূঁইয়া (অর্থ সম্পাদক রাষ্ট্র সংস্কার আন্দোলন) , এহতাকাম হক (কেন্দ্রীয় সদস্য ও ডায়াসেপারা সম্পাদক, জাতীয় নাগরিক কমিটি) , মোঃ মামুন খাঁন (ছাত্র দলের সাবেক কেন্দ্রিয় সহ-সভাপতি) , ডঃ সফিকুল ইসলাম মাসুদ (কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও সেক্রেটারি ঢাকা মহানগর দক্ষিন) প্রমুখ ।
অত্যন্ত পরিতাপের বিষয় বর্তমান দায়িতত্বে আসীন বিএসইসি’র চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ গত সাড়ে পাঁচ মাসেও পুঁজিবাজারের বিনিয়োকারীদের আস্থা ফেরাতে পারেননি, বরং আস্থার সংকট দিন দিন প্রকট হচ্ছে। অথচ এই উপমহাদেশের দেশগুলোর পুঁজিবাজারের সূচক ষোল বছর আগে যেখানে ছিল, সেখান থেকে তাদের সূচক বর্তমান সময় পর্যন্ত সাত থেকে দশ গুন বেড়েছে, এমন কি তাদের সরকার পরিবর্তনের পরে বাজার সূচক ৫০/% থেকে ৬০% বৃদ্ধি পায়, উল্টো উক্ত ষোল বছরে আমাদের সূচক উপমহাদেশে সর্বনিম্ন অবস্থায় এবং আমাদের সরকার পরিবর্তনের পর বাজার মূলধন হারালো প্রায় ৬৬,০০০/-(ছিষট্টি হাজার কোটি) টাকা, উক্ত সময়ে বহু বিনিয়োগকারী সম্পূর্ণ পুঁজি হারিয়ে বাজার ছাড়া হয়েছে, অন্যরা ৬০% থেকে ৮০% পুঁজি হারিয়ে মানসিক চাপ ও নিরাশায় দিন কাটাচ্ছেন। তথাপি এখনো প্রতি নিয়ত সূচক হারাচ্ছে, মূলধন হারাচ্ছে, বিনিয়োগকারী তার পুঁজি হারাচ্ছেন এবং বাজার লেদদেন নিম্নমুখী প্রবনতায় অব্যহত রয়েছে। এদিকে দীর্ঘদিন লেনদেনর খরার ফলে ব্রোকার হাউজ গুলো তাহাদের পরিচালনা ব্যয়, আয়ের তুলনায় বেশি হওয়ায় অনিয়মে জড়িয়ে পড়ছে। এমতবস্থায় অনেকের ট্রেডও বন্ধ হয়েছে গেছে। উক্ত সমস্যার কারণে নতুন করে আরো কয়েক লক্ষ বিনিয়োগকারী পুঁজি হারানোর সংকায় পড়ে গেল। তারপরও বিসেক এর অযাচিত হস্তক্ষেপ থেমে নেই। এর থেকে উত্তোলন করতে হলে , হয় কার্যকর প্রদেক্ষেপ, না হয় বিসেক চেয়ারম্যান এর পদত্যাগ। আজকের বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর এ্যাসোসিয়েশন (BCMIA) এর প্রতিবাদ সমাবেশ থেকে পুঁজিবাজারে সকল অংশীজন ও মিডিয়ার প্রতি বিনিয়োগকারীদের বাঁচাতে যে যার অবস্থান থেকে আন্তরিক সহযোগিতা করুণ।