আরিচায় দুই নৌপথে ফেরি চলাচল শুরু
মোঃ আবদুল হক
মানিকগঞ্জ প্রতিনিধি
ঘন কুয়াশা কেটে যাওয়ায় মানিকগঞ্জের পাটুরিয়া ও আরিচা থেকে রাজবাড়ীর দৌলতদিয়া ও পাবনার কাজিরহাট নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। মাঝনদীতে আটকে থাকা ফেরিগুলোও ঘাটে ফিরতে শুরু করেছে।
শুক্রবার সকাল নয়টা থেকে আরিচা কাজিরহাট এবং সাড়ে দশটা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল শুরু হয় বলে জানান বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের ডিজিএম নাসির মোহাম্মদ চৌধুরী।
তিনি জানান, শুক্রবার রাত দশটার পর থেকে পাটুরিয়া দৌলতদিয়া রুটে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকে। পরে রাত বারোটা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।
এ সময় মাঝ নদীতে বিএস জাহাঙ্গীর এবং বাইগার নামের দুটি ফেরি নোঙর করে থাকে। সকালে কুয়াশা কাটায় ফেরি দুটি ঘাটের দিকে রওয়ানা হয়েছে।
পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি বন্ধ কিন্তু
একই কারণে রাত দেড়টা থেকে আরিচা-কাজিরহাট নৌরুটে ও ফেরি চলাচল বন্ধ রাখা হয়।
এ নৌপথে খান জাহান আলী নামের একটি ফেরি মাঝ নদীতে নোঙর করে থাকে। ফেরিটিও ঘাটের দিকে রওয়ানা হয়েছে।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যাবস্থাপক মো. সালাহউদ্দিন বলেন, শনিবার সকাল পৌনে এগারোটার দিকে কুয়াশা কেটে গেলে দৌলতদিয়া থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়।
তিনি আরও জানান, প্রায় এগারোঘণ্টা ফেরি বন্ধ থাকায় ঘাট এলাকায় পণ্যবাহি ট্রাকসহ বেশ কিছু যানবাহন পারের অপেক্ষায় ছিল। কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল শুরু হওয়ায় সেগুলোও নদী পার হতে শুরু করেছে।