১০:০২ পূর্বাহ্ন, শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

দাউদকান্দি গৌরিপুর বাজার আঙ্গাউরা এলাকা থেকে নাম্বার বিহীন(নয়) ৯ রাউন্ড গুলি সহ পিস্তল উদ্ধার।

  • প্রকাশিত ০৯:০৯:২৭ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫
  • ১২০ বার দেখা হয়েছে

 

রিপোর্ট আবু হানিফ।

২১/১/২৫ ইং তারিখ।
গৌরিপুর পুলিশ ফাঁড়িরএসআই আব্দুল কুদ্দুস অফিসার ও সোর্স সহ গৌরীপুর বাজার আঙ্গারা ভুলিরপাড় রাত্রকালীন ডিউটি করা অবস্থায়,২২/১/২৫ ইং তারিখ। রাত্র ৩ ঘটিকা সময় কমিউনিটি ব্যাংক রোড ভুলির পাড় নিরিবিলি বিল্ডিং এর সামনে,একটি মোটরসাইকেল সহ দুজন ব্যক্তিকে দেখতে পায়, সন্দেহভাজন সেই দুই ব্যক্তিকে দেহ তল্লাশি করা হয়।অতঃপর তল্লাশি চালিয়ে তাদের থেকে একটি নাম্বার বিহীন পিস্তল ও নয় রাউন্ড গুলি সহ তাদেরকে আটক করা হয়।আটক কৃত দুই ব্যক্তির পরিচয় পাওয়া গেছে।(১)দাউদকান্দি উপজেলা,
মোহাম্মদ ইসহাক ভাটিয়ারী তুষার (২৪),
পিতা,মোহাম্মদ আলমগীর হোসেন, মাতা শামিমা আক্তার।গ্রাম বাশরা,প্রাইমারি স্কুল বাড়ি,পোস্ট হাটখোলা
(২)মোঃ মেহেদী হাসান (২২),পিতা মোহাম্মদ আবুল কাশেম,মাতা আমেনা বেগম,রতন মাস্টার বাড়ি গ্রাম গৌরীপুর।পোস্ট গৌরীপুর।দাউদকান্দি, কুমিল্লা।তাদের বিরুদ্ধে দাউদকান্দি মডেল থানা একটি মামলা দায়ের করা হয়।এ মামলার তদন্তে আরো কিছু তথ্য উদঘাটন করার প্রক্রিয়া দিন অবস্থায় আছে।

Tag :

সংবাদ প্রকাশের জের ধরে তারাগঞ্জে সাংবাদিকে হুমকি দিলেন আবু সাঈদ হত্যামামলার আসামী সাবেক উপজেলা চেয়ারম্যান

দাউদকান্দি গৌরিপুর বাজার আঙ্গাউরা এলাকা থেকে নাম্বার বিহীন(নয়) ৯ রাউন্ড গুলি সহ পিস্তল উদ্ধার।

প্রকাশিত ০৯:০৯:২৭ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫

 

রিপোর্ট আবু হানিফ।

২১/১/২৫ ইং তারিখ।
গৌরিপুর পুলিশ ফাঁড়িরএসআই আব্দুল কুদ্দুস অফিসার ও সোর্স সহ গৌরীপুর বাজার আঙ্গারা ভুলিরপাড় রাত্রকালীন ডিউটি করা অবস্থায়,২২/১/২৫ ইং তারিখ। রাত্র ৩ ঘটিকা সময় কমিউনিটি ব্যাংক রোড ভুলির পাড় নিরিবিলি বিল্ডিং এর সামনে,একটি মোটরসাইকেল সহ দুজন ব্যক্তিকে দেখতে পায়, সন্দেহভাজন সেই দুই ব্যক্তিকে দেহ তল্লাশি করা হয়।অতঃপর তল্লাশি চালিয়ে তাদের থেকে একটি নাম্বার বিহীন পিস্তল ও নয় রাউন্ড গুলি সহ তাদেরকে আটক করা হয়।আটক কৃত দুই ব্যক্তির পরিচয় পাওয়া গেছে।(১)দাউদকান্দি উপজেলা,
মোহাম্মদ ইসহাক ভাটিয়ারী তুষার (২৪),
পিতা,মোহাম্মদ আলমগীর হোসেন, মাতা শামিমা আক্তার।গ্রাম বাশরা,প্রাইমারি স্কুল বাড়ি,পোস্ট হাটখোলা
(২)মোঃ মেহেদী হাসান (২২),পিতা মোহাম্মদ আবুল কাশেম,মাতা আমেনা বেগম,রতন মাস্টার বাড়ি গ্রাম গৌরীপুর।পোস্ট গৌরীপুর।দাউদকান্দি, কুমিল্লা।তাদের বিরুদ্ধে দাউদকান্দি মডেল থানা একটি মামলা দায়ের করা হয়।এ মামলার তদন্তে আরো কিছু তথ্য উদঘাটন করার প্রক্রিয়া দিন অবস্থায় আছে।