অদ্য ২২-০১-২০২৫ তারিখে নাটোর জেলার বিভিন্ন এলাকায় জেলা প্রশাসন,, নাটোর ও বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহী’র উদ্দ্যেগে একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উক্ত মোবাইল কোর্টে ব্রেড ও কেক এর অনুকূলে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স রয়েছে বলে মিথ্যা তথ্য প্রদান করার অপরাধে বিএসটিআই আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায়
১) দিশা বেকারি (মালিক- মোঃ শহিদুল ইসলাম), গোবিন্দপুর, দীঘাপতিয়াকে ১০,০০০/-,
২) ফ্রের্ন্ডস বেকারি ( মালিক-মোঃ বিপুল প্রাং), গোয়ালদিঘী, দীঘাপতিয়া, নাটোরকে ১০,০০০/- সহ মোট ২ টি মামলা দায়ের করে ২০,০০০/- (বিশ হাজার) টাকা জরিমানা করা হয়।
উক্ত মোবাইল কোর্টটি পরিচালনা করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার জনাব মোঃ রেজওয়ানুল হক, জেলা প্রশাসকের কার্যালয়, নাটোর।
আদালতকে সহযোগিতা করেন জনাব মোঃ দেলোয়ার হোসেন, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহী।
জহুরা সিকদার,
পরিচালক (অঃ দাঃ),
বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহী স্বাক্ষরিত প্রেস রিলিজে বলেন- জনস্বার্থে বিএসটিআইয়ের এ রকম অভিযান অব্যাহত থাকবে।