দেবাশীষ সাহা:১০ জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ তারিখ
বিকাল ০৫.০০ ঘটিকায় শ্রী শ্রী রমনা কালী মন্দির প্রাঙ্গনে বাংলাদেশ হিন্দু পরিষদ আয়োজিত জাপান বন্ধু ভারতীয় খ্যাত আন্তর্জাতিক স্বনামধন্য ব্যক্তিত্ব বিচারক ড. রাধাবিনোদ পালের মহাপ্রয়াণ দিবস উপলক্ষে বিশেষ প্রার্থনা ও স্মরণসভার আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ হিন্দু পরিষদের সম্মানিত সভাপতি দীপঙ্কর শিকদার দীপু, এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক অশোক ধর, বিপুল বার, গৌরাঙ্গ চন্দ্র মন্ডল, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুমন কুমার রায়, মুখপাত্র সাজন কুমার মিশ্রি, সাংগঠনিক সম্পাদক দেবাশিস সাহা’সহ দেশের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের শুরুতেই শুভেচ্ছা বক্তব্য পাঠ করেন দেবাশিস সাহা তিনি বলেন, বাংলাদেশের জন্মগ্রহণ করা বিচারপতি ড. রাধা বিনোদ পাল এশিয়া মহাদেশের একজন উজ্জ্বল নক্ষত্র। তার অসামান্য কৃতিত্বের ফলে জাপান নামক একটি রাষ্ট্রের জন্ম হয়, তারই প্রতিদান স্বরূপ জাপান সরকার আজীবন বাংলাদেশকে অনন্য বন্ধু রাষ্ট্র হিসাবে খ্যাত করেছে।
সাংবাদিক অশোক ধর তার বক্তব্যে বলেন, বিচারপতি রাধাবিনোদ পাল বাঙালির অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব, তার অসামান্য কৃতিত্ব একজন সনাতন হিসেবে আমরা গর্বিত। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই মহান ব্যক্তিকে প্রতি বছর যেন বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে শ্রদ্ধার সাথে স্মরণ করে সেরকম একটি আনুষ্ঠানিকতার ঘোষণার দাবি জানাচ্ছি।
সভাপতি দীপঙ্কর সিকদার দিপু তার বক্তব্য বলেন, বিশ্বমানবতার কাজে নিয়োজিত যে কয়জন সনাতনী বাঙালি রয়েছেন তার মধ্যে অন্যতম বিচারপতি রাধাবিনোদ পাল। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে যে, সেই সুদূর জাপানে বিচারপতি রাধাবিনোদ পালের নামে রাস্তাঘাট, জাদুঘর, স্মৃতিস্তম্ভ’সহ বিভিন্ন স্থাপনা থাকলেও যে দেশে রাধাবিনোদ পাল জন্মগ্রহণ করেছিলেন সেই দেশে তার কিছু নেই, এমনকি কেউ তাকে চিনেও না।
আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি এই বাঙালি শ্রেষ্ঠ ব্যক্তির নামে একটি স্থাপনা নির্মাণের জোর দাবি জানাচ্ছি এবং তার আত্মার শান্তি ও সদগতি কামনা করছি।