১১:৩৯ অপরাহ্ন, শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

আসলাম সানী

  • প্রকাশিত ১০:০৭:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫
  • ৮৭ বার দেখা হয়েছে

আসলাম সানী
লায়লা আরজুমান শিউলী

মায়ের আঁচল ভরা/ স্বপ্ন জোয়ার,
তাঁর আগমনে খোলে/ আলোর দোয়ার।
উচ্ছাসে উল্লাসে / উঠে সুমধুর,
আল্লাহু আকবার/ আজানের সুর।
শিশিরে পুষ্প ভেজা/সুবাস ছড়ায়,
এমন মধুর ক্ষনে / এসেছে ধরায়।
সকলেই কম বেশী/ তাঁরে চিনি জানি,
তিনি কবি,ছড়াকার/ আসলাম সানী।

ভালবাসা পেয়ে তার/তমালের বন,
তাঁর সাথে খেলা করে/ তাই সারাক্ষণ।
বাংলার আলপথে/ বেড়ে উঠা সেই
ছেলেটির মাঝে কোন/অহমিকা নেই।
বেশভূষা সাদাসিদে/অতি সাধারণ,
সদাশয় হাসি খুশি/ থাকে অকারণ।
সবারে আপন ভেবে/ বুকে নেয় টানি,
তিনি কবি ছড়াকার / আসলাম সানী।

Tag :
জনপ্রিয়

শিক্ষা মন্ত্রণালয়ের আশ্বাসে অনশন ভঙ্গ ১৮ তম নিবন্ধন প্রত্যাশীরা

আসলাম সানী

প্রকাশিত ১০:০৭:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫

আসলাম সানী
লায়লা আরজুমান শিউলী

মায়ের আঁচল ভরা/ স্বপ্ন জোয়ার,
তাঁর আগমনে খোলে/ আলোর দোয়ার।
উচ্ছাসে উল্লাসে / উঠে সুমধুর,
আল্লাহু আকবার/ আজানের সুর।
শিশিরে পুষ্প ভেজা/সুবাস ছড়ায়,
এমন মধুর ক্ষনে / এসেছে ধরায়।
সকলেই কম বেশী/ তাঁরে চিনি জানি,
তিনি কবি,ছড়াকার/ আসলাম সানী।

ভালবাসা পেয়ে তার/তমালের বন,
তাঁর সাথে খেলা করে/ তাই সারাক্ষণ।
বাংলার আলপথে/ বেড়ে উঠা সেই
ছেলেটির মাঝে কোন/অহমিকা নেই।
বেশভূষা সাদাসিদে/অতি সাধারণ,
সদাশয় হাসি খুশি/ থাকে অকারণ।
সবারে আপন ভেবে/ বুকে নেয় টানি,
তিনি কবি ছড়াকার / আসলাম সানী।