০১:২১ অপরাহ্ন, শনিবার, ০৫ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
খাইরুল আলম বিপ্লব রংপুর থেকে ঃ

তারাগঞ্জে মিলছে না সার। কৃত্রিম সংকট তৈরি করছে ডিলাররা।

  • প্রকাশিত ০৮:০৩:০২ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪
  • ১২১ বার দেখা হয়েছে

রংপুরে তারাগঞ্জে রবি মৌসুমে শুরুতেই কৃএিম সংকট দেখিয়ে উপজেলার ডিলার, সাব ডিলার ও খুচরা বিক্রেতারা বেশি দামে সার বিক্রি করছেন। বিশেষ করে টিপল সুপার ফসফেট (টিএসপি)মিউরেট অব পটাশ, ইউরিয়া সার, বেশি দামে বিক্রি হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
কৃষকদের অভিযোগ ডিলারা কৃষকদের কাছে সার বিক্রি করছে না। অতিরিক্ত দামে খুচরা বিক্রেতার কাছে বিক্রি করছে। পরে সেই সার খুচরা বিক্রেতাদের কাজ থেকে কৃষকদের বেশি দামে কিনতে হচ্ছে। তারপরেও চাহিদা মত সার পাচ্ছে না। যদিও কৃষি বিভাগ বলছে সার কোন সংকট নেই।
সরে জমিনে ঘুরে ও কৃষকদের সাথে কথা বলে জানা যায় ডিলার ও সার বিক্রেতা দোকানে মূল্য টাঙ্গিয়ে দিলেও সে মূল্য অনুযায়ী বিক্রি করছেন না তারা। প্রতিবস্তা সার ২০০ থেকে ৩০০ টাকা ধরে বেশি দামে বিক্রি করছে। কৃষকসার কিনতে গেলে ডিলার ও খুচরাসার বিক্রেতা সংকটের কথা বলেন। তবে বেশি দাম দিলে রাতে মিলে চাহিদা মত সার।সরকার অনুমোদিত এই সকল ডিলার ও সাব ডিলাররা না মানায় সরকারি নির্দেশ না মানায় দেখা দিয়েছে সার কৃত্রিম সংকট। আর এতে বাড়বে কৃষি উৎপাদন খরচ। সয়ার ও ইকরচালি ইউনিয়নের কৃষক ওহিদুল রবিউল ইসলাম সোলেমান জানান ডিলারা রাতারাতি সার নিয়ে খুচরা বিক্রেতা দের সার দিচ্ছেন। এজন্য আমরা সার পাচ্ছিনা। উপজেলা প্রশাসন যদি অভিযান চালায় তাহলে আমরা সার পাব। এদিকে কয়েকজন ডিলার জানান চাহিদা তুলনায় বরাদ্দ কম পাওয়া কারণে বাজারে সার সংকটতৈরি হয়েছে।উপজেলা কৃষি কর্মকর্তা দীবা বলেন কোথাও কোন অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল রানা জানান ইতিমধ্যে আমরা বাজার মনিটরিং করতেছি।

Tag :
জনপ্রিয়

১৯জুলাই’২৫ সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের জাতীয় সমাবেশ বাস্তবায়নে তেজগাঁও থানা দক্ষিণ জামায়তের স্বাগত মিছিল

খাইরুল আলম বিপ্লব রংপুর থেকে ঃ

তারাগঞ্জে মিলছে না সার। কৃত্রিম সংকট তৈরি করছে ডিলাররা।

প্রকাশিত ০৮:০৩:০২ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪

রংপুরে তারাগঞ্জে রবি মৌসুমে শুরুতেই কৃএিম সংকট দেখিয়ে উপজেলার ডিলার, সাব ডিলার ও খুচরা বিক্রেতারা বেশি দামে সার বিক্রি করছেন। বিশেষ করে টিপল সুপার ফসফেট (টিএসপি)মিউরেট অব পটাশ, ইউরিয়া সার, বেশি দামে বিক্রি হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
কৃষকদের অভিযোগ ডিলারা কৃষকদের কাছে সার বিক্রি করছে না। অতিরিক্ত দামে খুচরা বিক্রেতার কাছে বিক্রি করছে। পরে সেই সার খুচরা বিক্রেতাদের কাজ থেকে কৃষকদের বেশি দামে কিনতে হচ্ছে। তারপরেও চাহিদা মত সার পাচ্ছে না। যদিও কৃষি বিভাগ বলছে সার কোন সংকট নেই।
সরে জমিনে ঘুরে ও কৃষকদের সাথে কথা বলে জানা যায় ডিলার ও সার বিক্রেতা দোকানে মূল্য টাঙ্গিয়ে দিলেও সে মূল্য অনুযায়ী বিক্রি করছেন না তারা। প্রতিবস্তা সার ২০০ থেকে ৩০০ টাকা ধরে বেশি দামে বিক্রি করছে। কৃষকসার কিনতে গেলে ডিলার ও খুচরাসার বিক্রেতা সংকটের কথা বলেন। তবে বেশি দাম দিলে রাতে মিলে চাহিদা মত সার।সরকার অনুমোদিত এই সকল ডিলার ও সাব ডিলাররা না মানায় সরকারি নির্দেশ না মানায় দেখা দিয়েছে সার কৃত্রিম সংকট। আর এতে বাড়বে কৃষি উৎপাদন খরচ। সয়ার ও ইকরচালি ইউনিয়নের কৃষক ওহিদুল রবিউল ইসলাম সোলেমান জানান ডিলারা রাতারাতি সার নিয়ে খুচরা বিক্রেতা দের সার দিচ্ছেন। এজন্য আমরা সার পাচ্ছিনা। উপজেলা প্রশাসন যদি অভিযান চালায় তাহলে আমরা সার পাব। এদিকে কয়েকজন ডিলার জানান চাহিদা তুলনায় বরাদ্দ কম পাওয়া কারণে বাজারে সার সংকটতৈরি হয়েছে।উপজেলা কৃষি কর্মকর্তা দীবা বলেন কোথাও কোন অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল রানা জানান ইতিমধ্যে আমরা বাজার মনিটরিং করতেছি।