০৬:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
কবি  নার্গিস আক্তার 

পল্লি গাঁও 

  • প্রকাশিত ১১:৫২:২৮ পূর্বাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪
  • ৮০ বার দেখা হয়েছে

আমাদের গাঁও কত সুন্দর
সবুজ শ্যামল ঘেরা

চারিদিক নদী-নালা

মায়ার বাঁধন ঘেরা ।

মাঝি মাল্লারা নৌকা বায়

হাতে বৈঠা লয়ে

ভাটিয়ালি গীত গাইয়া যায়

গাঁও থেকে গাঁয়ে ।

কৃষকরা যায় সকালে  মাঠে

পাকা ধান কাঁটে

আঁটি বেঁধে মাথায় করে

ফিরে যায় বাটে।

নতুন ধানের চাউল কোটে

ঢেঁকিতে পাড় দিয়া

ঢেঁকি নাচে বধু নাচে

হেলিয়া দুলিয়া।

নতুন ধানের পিঠা খেতে

সবাই ছুটে গাঁয়ে

নবান্নের পিঠা ভাঁজে হাতে

আমার লক্ষী মায়ে।

নার্গিস আক্তার

গোপালগঞ্জ, ইসলামপাড়া বাংলাদেশ

ফোন নং ০১৭৪৭৬৮৫৫৭৫

তারিখ-৭-১২-২০২৪

Tag :
জনপ্রিয়

আকস্মিক সম্পদ বৃদ্ধি ও বিতর্কিত নীতির বিরুদ্ধে বিএনপি নেতার ক্ষোভ

কবি  নার্গিস আক্তার 

পল্লি গাঁও 

প্রকাশিত ১১:৫২:২৮ পূর্বাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪

আমাদের গাঁও কত সুন্দর
সবুজ শ্যামল ঘেরা

চারিদিক নদী-নালা

মায়ার বাঁধন ঘেরা ।

মাঝি মাল্লারা নৌকা বায়

হাতে বৈঠা লয়ে

ভাটিয়ালি গীত গাইয়া যায়

গাঁও থেকে গাঁয়ে ।

কৃষকরা যায় সকালে  মাঠে

পাকা ধান কাঁটে

আঁটি বেঁধে মাথায় করে

ফিরে যায় বাটে।

নতুন ধানের চাউল কোটে

ঢেঁকিতে পাড় দিয়া

ঢেঁকি নাচে বধু নাচে

হেলিয়া দুলিয়া।

নতুন ধানের পিঠা খেতে

সবাই ছুটে গাঁয়ে

নবান্নের পিঠা ভাঁজে হাতে

আমার লক্ষী মায়ে।

নার্গিস আক্তার

গোপালগঞ্জ, ইসলামপাড়া বাংলাদেশ

ফোন নং ০১৭৪৭৬৮৫৫৭৫

তারিখ-৭-১২-২০২৪