১০:৪০ অপরাহ্ন, শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদের ’শিক্ষক সম্মেলন-২০২৪’ অনুষ্ঠিত

  • প্রকাশিত ০২:৫১:৩০ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪
  • ২৬৩ বার দেখা হয়েছে

এস. এম. জোবায়ের হোসাইন, স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ:

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদ ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে ‘শিক্ষক সম্মেলন-২০২৪’ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ নভেম্বর) সকালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদীন অডিটোরিয়ামে এই সম্মেলনের আয়োজন করা হয়।

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদ ময়মনসিংহ জেলা শাখার প্রধান উপদেষ্টা আব্দুল করিমের স্বাগত বক্তব্যের মাধ্যমে ‘শিক্ষক সম্মেলন-২০২৪’ আনুষ্ঠানিকভাবে শুরু হয়।

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদ ময়মনসিংহ জেলা শাখার সভাপতি উপাধ্যক্ষ মো. বদরুল আলমের সভা বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদের কেন্দ্রীয় সভাপতি অধ্যক্ষ ড. মুহাম্মদ শাহজাহান মাদানী।পতিত্বে প্রধান অতিথি ছিলেন

প্রধান আলোচক ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যক্ষ ড. মুফতী আবু ইউছুফ খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:

  • অধ্যক্ষ ড. আনোয়ার হোসাইন মোল্লা (কেন্দ্রীয় সহ-সভাপতি)।
  • অধ্যক্ষ মু. কামরুল হাসান মিলন (ময়মনসিংহ জেলার সভাপতি, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন)।
  • প্রফেসর ড. আবু জোফার মো. মোসলেহ উদ্দিন (মহানগর সভাপতি)।
  • মাওলানা মোজাম্মেল হক আকন্দ (উপদেষ্টা, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদ)।
  • এডভোকেট মাহবুবুর রশীদ ফরাজী।
  • ডা. শাহাব উদ্দিন আহমেদ চৌধুরী (প্রাক্তন সহযোগী অধ্যাপক, ময়মনসিংহ মেডিকেল কলেজ)।
  • ডা. গাজী আবুল হোসেন (প্রাক্তন পরিচালক, পরমাণু চিকিৎসা কেন্দ্র)।
  • অধ্যক্ষ মাওলানা মুফতী মাহফুজুর রহমান পাঠান (ময়মনসিংহ মহানগরের সেক্রেটারি)।

প্রধান আলোচকের বক্তব্য:

অধ্যক্ষ ড. মুফতী আবু ইউছুফ খান বলেন:
“যেসব শিক্ষার্থী-জনতা শহীদ ও আহত হয়েছেন, তাদের প্রতি আমরা চিরকৃতজ্ঞ। তাদের ত্যাগের মাধ্যমেই আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। আহতদের পাশে দাঁড়ানোর দায়িত্ব সবার। আমাদের মাদ্রাসা শিক্ষকদের পেশাগত বৈষম্য দীর্ঘদিন ধরে চলছে। এই বৈষম্য দূর করার জন্য আমাদের আরও সোচ্চার হতে হবে।”

তিনি আরও বলেন:
“আপনারা সাংবাদিকদের সাথে কথা বলে জাতীয় পত্রিকায় দাবি-দাওয়া নিয়ে সংবাদ প্রকাশ করুন। এতে আন্দোলন কার্যকর হবে। প্রতিষ্ঠানের সব অনুষ্ঠানে সাংবাদিকদের আমন্ত্রণ জানানো উচিত, যাতে এসব খবর প্রচার পায়।”

প্রধান অতিথির বক্তব্য:

অধ্যক্ষ ড. মুহাম্মদ শাহজাহান মাদানী স্মৃতিচারণ করে বলেন:
“এই সংগঠনের প্রতিষ্ঠাতা আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী (রহ.) আজ বেঁচে থাকলে সবচেয়ে বেশি আনন্দিত হতেন। আমরা বহু কষ্ট ও হয়রানির শিকার হয়েছি, কিন্তু আল্লাহর অশেষ রহমতে আজ পরিবেশ পরিবর্তন হয়েছে। মাদ্রাসা শিক্ষকরা দেশের জন্য সৎ ও চরিত্রবান নাগরিক তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।”

অন্যান্য বক্তারা:

অনুষ্ঠানে বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন, যার মধ্যে উল্লেখযোগ্য:

  • মাওলানা আ.ন.ম. আব্দুল্লাহিল বাকী।
  • মাওলানা মঞ্জুরুল হক হাসান।
  • মাওলানা মোছলেহ উদ্দিন।
  • অধ্যক্ষ মাওলানা রুকন উদ্দিন।
  • মাওলানা নজরুল ইসলাম।
  • মাওলানা হারেছ উদ্দিন পাঠান (হালুয়াঘাট)।
  • মাওলানা মেছবাহুল ইসলাম (ফুলপুর)।
  • মাওলানা আব্দুল হক (ফুলবাড়ীয়া)।
  • মাওলানা শাহাব উদ্দিন (ভালুকা)।
  • মাওলানা আব্দুস সালাম (নান্দাইল)।
  • মাওলানা আনিছুর রহমান (ত্রিশাল)।
  • মাওলানা আনোয়ার হোসাইন (মুক্তাগাছা)।
  • মাওলানা আতিকুর রহমান সিদ্দিকী (ঈশ্বরগঞ্জ)।

উপস্থিতি:

ময়মনসিংহ জেলার বিভিন্ন উপজেলার শিক্ষক-কর্মচারীরা শিক্ষক সম্মেলনে অংশ নেন।

Tag :

টঙ্গীতে ভাড়াটিয়ার মাদক কারবার বন্ধের নির্দেশ প্রদান করায় বাড়িওয়ালাকে কুপিয়ে জখম করলো ভাড়াটিয়া

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদের ’শিক্ষক সম্মেলন-২০২৪’ অনুষ্ঠিত

প্রকাশিত ০২:৫১:৩০ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪

এস. এম. জোবায়ের হোসাইন, স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ:

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদ ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে ‘শিক্ষক সম্মেলন-২০২৪’ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ নভেম্বর) সকালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদীন অডিটোরিয়ামে এই সম্মেলনের আয়োজন করা হয়।

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদ ময়মনসিংহ জেলা শাখার প্রধান উপদেষ্টা আব্দুল করিমের স্বাগত বক্তব্যের মাধ্যমে ‘শিক্ষক সম্মেলন-২০২৪’ আনুষ্ঠানিকভাবে শুরু হয়।

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদ ময়মনসিংহ জেলা শাখার সভাপতি উপাধ্যক্ষ মো. বদরুল আলমের সভা বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদের কেন্দ্রীয় সভাপতি অধ্যক্ষ ড. মুহাম্মদ শাহজাহান মাদানী।পতিত্বে প্রধান অতিথি ছিলেন

প্রধান আলোচক ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যক্ষ ড. মুফতী আবু ইউছুফ খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:

  • অধ্যক্ষ ড. আনোয়ার হোসাইন মোল্লা (কেন্দ্রীয় সহ-সভাপতি)।
  • অধ্যক্ষ মু. কামরুল হাসান মিলন (ময়মনসিংহ জেলার সভাপতি, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন)।
  • প্রফেসর ড. আবু জোফার মো. মোসলেহ উদ্দিন (মহানগর সভাপতি)।
  • মাওলানা মোজাম্মেল হক আকন্দ (উপদেষ্টা, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদ)।
  • এডভোকেট মাহবুবুর রশীদ ফরাজী।
  • ডা. শাহাব উদ্দিন আহমেদ চৌধুরী (প্রাক্তন সহযোগী অধ্যাপক, ময়মনসিংহ মেডিকেল কলেজ)।
  • ডা. গাজী আবুল হোসেন (প্রাক্তন পরিচালক, পরমাণু চিকিৎসা কেন্দ্র)।
  • অধ্যক্ষ মাওলানা মুফতী মাহফুজুর রহমান পাঠান (ময়মনসিংহ মহানগরের সেক্রেটারি)।

প্রধান আলোচকের বক্তব্য:

অধ্যক্ষ ড. মুফতী আবু ইউছুফ খান বলেন:
“যেসব শিক্ষার্থী-জনতা শহীদ ও আহত হয়েছেন, তাদের প্রতি আমরা চিরকৃতজ্ঞ। তাদের ত্যাগের মাধ্যমেই আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। আহতদের পাশে দাঁড়ানোর দায়িত্ব সবার। আমাদের মাদ্রাসা শিক্ষকদের পেশাগত বৈষম্য দীর্ঘদিন ধরে চলছে। এই বৈষম্য দূর করার জন্য আমাদের আরও সোচ্চার হতে হবে।”

তিনি আরও বলেন:
“আপনারা সাংবাদিকদের সাথে কথা বলে জাতীয় পত্রিকায় দাবি-দাওয়া নিয়ে সংবাদ প্রকাশ করুন। এতে আন্দোলন কার্যকর হবে। প্রতিষ্ঠানের সব অনুষ্ঠানে সাংবাদিকদের আমন্ত্রণ জানানো উচিত, যাতে এসব খবর প্রচার পায়।”

প্রধান অতিথির বক্তব্য:

অধ্যক্ষ ড. মুহাম্মদ শাহজাহান মাদানী স্মৃতিচারণ করে বলেন:
“এই সংগঠনের প্রতিষ্ঠাতা আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী (রহ.) আজ বেঁচে থাকলে সবচেয়ে বেশি আনন্দিত হতেন। আমরা বহু কষ্ট ও হয়রানির শিকার হয়েছি, কিন্তু আল্লাহর অশেষ রহমতে আজ পরিবেশ পরিবর্তন হয়েছে। মাদ্রাসা শিক্ষকরা দেশের জন্য সৎ ও চরিত্রবান নাগরিক তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।”

অন্যান্য বক্তারা:

অনুষ্ঠানে বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন, যার মধ্যে উল্লেখযোগ্য:

  • মাওলানা আ.ন.ম. আব্দুল্লাহিল বাকী।
  • মাওলানা মঞ্জুরুল হক হাসান।
  • মাওলানা মোছলেহ উদ্দিন।
  • অধ্যক্ষ মাওলানা রুকন উদ্দিন।
  • মাওলানা নজরুল ইসলাম।
  • মাওলানা হারেছ উদ্দিন পাঠান (হালুয়াঘাট)।
  • মাওলানা মেছবাহুল ইসলাম (ফুলপুর)।
  • মাওলানা আব্দুল হক (ফুলবাড়ীয়া)।
  • মাওলানা শাহাব উদ্দিন (ভালুকা)।
  • মাওলানা আব্দুস সালাম (নান্দাইল)।
  • মাওলানা আনিছুর রহমান (ত্রিশাল)।
  • মাওলানা আনোয়ার হোসাইন (মুক্তাগাছা)।
  • মাওলানা আতিকুর রহমান সিদ্দিকী (ঈশ্বরগঞ্জ)।

উপস্থিতি:

ময়মনসিংহ জেলার বিভিন্ন উপজেলার শিক্ষক-কর্মচারীরা শিক্ষক সম্মেলনে অংশ নেন।