মো জহিরুল ইসলাম বাবলু ফেনচুগনজ উপজেলা সাংবাদিক
১৬ হতে ১৭ মাস ধরে সিলেট জেলার ফেনচুগনজ উপজেলার ৪নং উওর কুশিয়ারা ইউনিয়নের কটাল পুর এর বাসিন্দা মৃত আবদুল করিমের ছেলে কোরআনের হাফিজ মো: জাহিদুল হাসান মারুফ (১৪)বছরের ১৬ হতে ১৭ মাস ধরে খাদ্যে নালিতে টিউমারে আক্রানত হয়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাদিন আছে ডাক্তার বলেছেন চিকিৎসা করতে অনেক টাকার প্রয়োজন কিন্তুু এই শিশুটির পরিবারের পক্ষে এই টাকা জোগাড় করা সম্ভব হচ্ছে না তাই এই পরিবারের পাশে দাড়াতে দেশবাসীর কাছে এই অসহায় শিশুর পরিবারের পক্ষ থেকে সাহায্যের আবেদন সাহায্যে পাঠাতে যোগাযোগ করতে অনুরোধ করা যাচ্ছে
বিকাশ নামবার
01315912172 (পারসোনাল)