বিগত ২৮/৯/২০২৪তারিখ জাতীয় জনতা পার্টির জাতীয় কার্যালয়ে পার্টির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মুজিবুর রহমান চৌধুরী হিরুর সভাপতিত্বে গণনীতির রূপরেখা বাস্তবায়ন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে জাতীয় কমিটির নেতৃবৃন্দের উপস্থিতিতে দেশের বর্তমান প্রেক্ষাপটে গণনীতির মূল প্রতিপাদ্য গণ মানুষের জীবন জীবিকায় কি উপায়ে কার্যকর ভূমিকা পালন করতে পারে – তা নিয়ে বিশদ আলোচনা করেন। এই আলোচনা সভায় পার্টির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মুজিবুর রহমান চৌধুরী হিরু বলেন, পাটির সাবেক সভাপতি আলহাজ্ব শাহ্ আবেদ আলী খান বিগত ২৭ এপ্রিল ২০২৪ তারিখে যুক্তরাজ্যে ইন্তেকাল করার দীর্ঘদিন যাবৎ জাতীয় জনতা পার্টির চেয়ারম্যানের পদ শৃণ্য আছে। এমতাবস্থায় পাটির কার্যক্রম পরিচালনার জন্য উপস্থিত জাতীয় কমিটির নেতৃবৃন্দের সর্বসম্মতিক্রমে জাতীয় জনতা পার্টির সাধারণ সম্পাদক বলেন দক্ষ ও যোগ্যতা সম্পন্ন, পাটির প্রতি নিবেদিত প্রাণ, সাংগঠনিক সম্পাদক এ্যাড, মো, হুমায়ূন কবীর আকনকে জাতীয় জনতা পার্টির চেয়ারম্যান হিসেবে মনোনীত করা হলো।
০৯:১৭ অপরাহ্ন, শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম