লক্ষ্মীপুরের রামগঞ্জে বন্যা পরবর্তী অসহায় মানুষদের মাঝে বিনামূল্যে ঔষধ ও ফ্রি চিকিৎসা ক্যাম্পের আয়োজন করেছে পল্লী কর্ম সহায়তা ফাউন্ডেশন ও ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার রামগঞ্জ শাখা।
শুক্রবার সকালে শাখা ব্যবস্থাপক ওবাইদুর রহমানের তত্ত্বাবধানে পৌর সোনাপুর চিতোষী রোড সংলগ্ন শাখার অফিসে এই আয়োজন করা হয়।
এমবিবিএস ও সিএমইউ চিকিৎসক ডাক্তার রাসেল মাহমুদ এই চিকিৎসা সেবা প্রদান করেন। এসময় বন্যায় ক্ষতিগ্রস্থ শতাধিক নারী পুরুষ ফ্রি চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ গ্রহন করেন।
পল্লী কর্ম সহায়তা ফাউন্ডেশন ও ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার লক্ষ্মীপুর শাখার এরিয়া সহকারী পরিচালক মোহাম্মদ তারেকুল ইসলাম, হায়দারগঞ্জ শাখা ব্যবস্থাপক আক্কাস আলী, হিমেল সরকার, গোলাম রাব্বানীসহ এসময় অন্যান্যরা উপস্থিত ছিলেন।
ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার ১৯৭৭ সালে প্রতিষ্ঠিত হয়ে এই পর্যন্ত সামাজিক ও মানবিক কার্যক্রম করে আসছে। আগস্টের বন্যায় ত্রাণ ও ফ্রি চিকিৎসা সেবা প্রদান করে আসছেন তারা।
১২:৩০ অপরাহ্ন, শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
আবদুর রহমান, রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
বন্যা পরবর্তী রামগঞ্জে ফ্রি চিকিৎসা ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ
Tag :
জনপ্রিয়