মাদারীপুরের কালকিনিতে অজ্ঞাত (২০) এক যুবকের অর্ধ গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে ঢাকা বরিশাল মহাসড়কের কালকিনি উপজেলার গোপালপুর নামক স্থানের সিএমবি খাল থেকে গলিত মরদেহ উদ্ধার করা হয়।
কালকিনি থানা অফিসার্স ইনচার্জ মো. হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বরিশাল মহাসড়কের কালকিনি উপজেলার গোপালপুর নামক স্থানের সিএমবি খালে স্থানীয়রা একটি অর্ধ গলিত লাশ দেখতে পেয়ে কালকিনি থানা পুলিশকে খবর দেয়। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, লাশের এখনো কোনো পরিচয় শনাক্ত করা যায়নি। পরিচয় নিশ্চিতে কাজ করা হচ্ছে।