রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় প্রক্সি দিয়ে ভর্তি আছেন বিভিন্ন বিভাগের ৩ শিক্ষার্থী। সম্প্রতি কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত সংবাদে এ অভিযোগ করা হয়। বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনের নজরে আসলে আজ (১৫ সেপ্টেম্বর) ৫ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
কমিটিতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মাহবুবর রহমানকে সভাপতি করা হয়েছে। সদস্য হিসেবে আছেন আরবি বিভাগের অধ্যাপক ড. ইফতিখারুল আলম মাসুদ, অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মোহা. ফরিদ উদ্দিন খান ও আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক খাদেমুল ইসলাম মোল্যা। এছাড়া সদস্য সচিব হিসেবে আছেন উপ-রেজিস্ট্রার এ.এইচ.এম. আসলাম হোসেন। দ্রুত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় প্রক্সি দিয়ে
চার জনকে ভর্তি করিয়েছেন একই প্রক্সিদাতা। তাদের মধ্যে তিনজন বিভিন্ন বিভাগের তিন শিক্ষার্থী এখন বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষে অধ্যয়ন করছেন। তারা হলেন বিশ্ববিদ্যালয়ের ‘অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস’ বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান সনি, আইন বিভাগের ফাহিম আল মামুন বর্ণ, ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স বিভাগের শিক্ষার্থী মো. শোভন। নিউজটা প্রকাশিত হওয়ার পর শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।
এ বিষয়ে জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. আখতার হোসেন মজুমদার বলেন, প্রক্সিকাণ্ডের উপর বিভিন্ন গণমাধ্যমে নিউজ প্রকাশিত হলে আমাদের নজরে আসে। বিষয়টা মাননীয় উপাচার্যের দৃষ্টিতে আনলে অভিযোগের সত্যতা নিরূপণে তিনি উপর্যুক্ত তদন্ত কমিটি গঠন করেছেন।
ফাহমিদুর রহমান ফাহিম
রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি