বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) প্রতিষ্ঠানটির শিক্ষক পরিষদের যুগ্ম সম্পাদক সহকারী অধ্যাপক এ.এম.মেহেদী হাসান এ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।
তিনি গণমাধ্যমকে বলেন, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ তাদের এক দিনের বেতনের টাকা প্রধান উপদেষ্টার ফান্ডে জমা দেন।
জানা গেছে, সব শিক্ষক কর্মচারীদের একদিনের বেতন মোট দুই লক্ষ নয় হাজার তিনশত টাকার অনুদানের চেক সোনালী ব্যাংক পিএলসির মাধ্যমে ত্রাণ তহবিলে জমা দেয়া হয়।
উল্লেখ্য, দেশে চলমান বন্যায় এগারো জেলায় এখন পর্যন্ত অর্ধকোটির বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও এখনো পর্যন্ত মারা গেছেন ৭১ জন।