নাসির উদ্দিন মিলন :২৪ আগস্ট ২০২৪ ইং বিকাল ৪ ঘটিকায় ৩১ /ডি তোপখানা রোডস্থ হোটেল রয়েল পেলেস প্রাইভেট লিমিটেড এর দ্বিতীয় তলার কনফারেন্স হলে বৈষম্য বিরোধী দাবি বাস্তবায়ন সমন্বয় কমিটির উদ্যোগে বৈষম্য বিরোধী ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তাগণের দাবি আদায়ের লক্ষ্যে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় ।
উক্ত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বৈষম্য বিরোধী দাবি বাস্তবায়ন সমন্বয় কমিটির প্রধান সমন্বয়ক মোঃ মাহবুব আলম মোল্লা, সদস্য সচিব মোহাম্মদ আব্দুল্লাহ আল মমিন এর সঞ্চালনায় সংবাদ সম্মেলনে সারা বাংলাদেশ থেকে আগত ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন । সংবাদ সম্মেলনের সকল স্থানীয় সরকার প্রশাসনিক ইউনিটের নেয় পদবী নির্বাহী কর্মকর্তা করণ, পদবীর সাথে সামঞ্জস্যপূর্ণ বেতন স্কেল ৯ ম গ্রেড প্রদান ও চাকুরী রাজস্ব খাতে স্থানান্তর সহ দাবি উল্লেখ করা হয় এবং আগামী ২৫ শে আগস্ট ২০২৪ ইং তারিখে জাতীয় প্রেসক্লাব, ঢাকায় ঘোষিত অবস্থান কর্মসূচি দেশের চলমান বন্যা পরিস্থিতির কারণে মানবিক বিবেচনায় স্থগিত করা হয় ।
সম্মেলনে আরো উল্লেখ করা হয় সহজ পদ্ধতিতে দাবী আদায় না হলে আগামীতে বৃহৎ কর্মসূচি নিয়ে তারা মাঠে নামবেন এবং দাবি আদায় পর্যন্ত মাঠ ছাড়বেন না ।
পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করে সংবাদ সম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হয়।
সম্মেলনে আরো উপস্থিত ছিলেন
মীর বারেক, ঢাকা
হাসানুজ্জামান, দিনাজপুর
চন্দন কুমার দাস, কুমিল্লা সহ বাস্তবায়ন কমিটির সকল সদস্য এবং প্রত্যেক জেলার সভাপতি এবং সাধারণ সম্পাদক বৃন্দ