নিজস্ব প্রতিবেদন। সাবেক শিক্ষা সচিব, ধানমন্ডি ৩২, বঙ্গবন্ধু ভবনের কিউরেটর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত নজরুল ইসলাম খান (এনআই খান) রাতারাতি ভোল পাল্টে বর্তমান ঘরনার বুদ্ধিজীবী হিসেবে পরিচয় দিচ্ছেন। তার মাথার ওপর রয়েছে স্বনির্ভর বাংলাদেশ নামে একটি এনজিওর ১২ কোটি টাকা আত্মসাতের গুরুতর অভিযোগ। এনআই খান সম্পর্কে মন্তব্য করতে গিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক সাবেক অতিরিক্ত সচিব জানান, তিনি আদ্যোপান্ত একজন সাম্প্রদায়িক এবং গিরগিটির মতৌ রঙ পাল্টানো মানুষ। আওয়ামী লীগ সরকার এর অন্যতম সুবিধাভোগী এনআই খান নামে বেনামে বিপুল বিত্ত বৈভবের মালিক হয়েছে অথচ আওয়ামী লীগ সরকারের পতনের পর রাতারাতি তিনি ভোল পাল্টে বিএনপির সমর্থক বনে গেছেন। তার আচারণ দেখে তাকে যারা চেনেন তারা অবাক হননি খুব বেশি। কারণ রঙ বদলানো তার পুরানো অভ্যাস। চিহ্নিত আওয়ামী লীগের সুবিধাভোগী এনআই খান হঠাৎ উচ্ছ্বসিত হয়ে একটি এনজিওর অফিসে হামলা করে সেটি দখলের চেষ্টা করেন। একজন সাবেক সচিব ভদ্রলোকের এহেন দানবীয় হামলায় বিচলিত বিব্রত এনজিও কর্মী ও তার সাবেক সহকর্মীরা। এনজিটিকে বাঁচানোর আকুতি জানিয়েছেন কর্মীরা। একটি সূত্র নিশ্চিত করেছে যে এস, আলম গ্রুপের মালিকানাধীন ইন্টরন্যাশনাল লিজিং প্রতিষ্ঠানের এখনও চেয়ারম্যান হিসাবে বহাল আছেন।
০১:৫০ অপরাহ্ন, শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম