বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সরকার পতনের দিন ৫ আগস্ট খুলনা বেতার কেন্দ্র থেকে লুট হওয়া এক ট্রাক মালামাল উদ্ধার করেছে নৌবাহিনী ও পুলিশের একটি যৌথ দল। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর জোড়াগেট এলাকায় অভিযান চালিয়ে এসব মালামাল উদ্ধার করা হয়।সোনাডাঙ্গা থানার ওসি ওহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমরা দুইজনকে ধরে তাদের কাছ থেকে মালামালগুলো উদ্ধার করেছি। তারা আরও মালামালের খোঁজ দিতে চেয়েছে। শনিবার আবারও অভিযান চালানো হবে। ওসি আরও জানান, পরবর্তীতে উদ্ধার করা মালামাল বাংলাদেশ বেতার খুলনা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। বাংলাদেশ নৌবাহিনী ইন এইড টু সিভিল পাওয়ারের আওতায় স্থানীয় প্রশাসনকে সহায়তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়োজিত রয়েছে। এরই অংশ হিসেবে এই যৌথ অভিযানে অংশ নেয় নৌবাহিনী।
০১:০৪ অপরাহ্ন, শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম