কক্সবাজারে চকরিয়া ফাঁসিয়াখালী হাঁসের দিঘি স্টেশনে পূর্ব শত্রুতার জের ধরে ছাত্র জনতা আন্দোলনের সুযোগ মোঃ হৈয়ল আলমের মুদির দোকানে প্রতিপক্ষরা হামলা ভাঙচুর করে । এসময় তাদেরকে প্রতিহত করার চেষ্টা করলে হামলায় নুরুল ইসলাম (৪৭), জামাল উদ্দি (৫৫) সাদাব উদ্দিন(২৪ )মোঃ মানিক( ৩০) আহত হন। আহতদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে গুরুতর অবস্থায় সদর হাসপাতাল ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ১৬ আগষ্ট চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে জামাল উদ্দি (৫৫) মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন মোঃ ছৈয়দ আলম
ঘটনার বিবরণে ভুক্তভোগী মোঃ হৈয়ল আলম বলেন, ছাত্র জনতার আন্দোলনের দিন ৫ আগষ্ট জমজমা বিরোধ ও পূর্ব শত্রুতার জের ধরে মুদির দোকানে হামলা চালিয়ে সিসি ক্যামেরা সহ ভাঙচুর চালিয়ে মালামাল লুট করে নিয়ে যাওয়ার সময় তাদেরকে বাধা দিলে হামলাকারীরা একই পরিবারের ৪ সদস্যকে আহত করে ।
এঘটনায় মোঃ হৈয়ল আলম বাদী শামসুল (৪৫), জমির উদ্দিন (৪০), নাজেম উদ্দিন (৩০), জয়নাল আবেদীন (৪৫). সাজ্জাদ (২২), শাহাব উদ্দিন (৫৭), নেজাম উদ্দিন (৩৬), মোহাম্মাদ মেহেদী (২৬), মোহাম্মদ রনি (২৫), মোঃ হাদি (১৯), সর্বপিতা- শামসুদ্দিন, সর্বসাং-ছাইরাখালী, ৯নং ওয়ার্ড, ইউনিয়ন, ফাঁসিয়াখালী, উপজেলা- চকরিয়া সহ আরো আছে বলে থানায় একটি অভিযোগ দায়ের করেন।
এঘটনায় বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী থেকে জানতে চাইলে তিনি বলেন লাশ ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে । ঘটনার তদন্ত-পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে ।