১২ আগস্ট ২০২৪ খ্রিঃ তারিখ সোমবার বিকেল ৫:৩০ ঘটিকায় সনাতন অধিকার মঞ্চ-এর উদ্যোগে সারাদেশে সাম্প্রদায়িক হামলা, দোকানপাট -বাড়িঘর লুটপাট মঠমন্দির ভাঙচুর অগ্নিসংযোগ অনতিবিলম্বে বন্ধে দেশবাসীকে আহ্বান ও বৈষম্যমুক্ত দেশ গড়ার প্রত্যয়ে ০৮ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকায় বিক্ষোভ প্রদীপ প্রজ্জলন অনুষ্ঠিত হয়।
সনাতন অধিকার মঞ্চ এর ০৮ দফা দাবী সমূহ :
১। চলমান সংখ্যালঘু নির্যাতন অনতিবিলম্বে বন্ধ ও ক্ষতিগ্রস্তদের যথাযথ ক্ষতিপূরণ নিশ্চিতকরণ ;
২। মহান সংসদে সংখ্যালঘুদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে পৃথক নির্বাচন ব্যবস্থা পুনঃবর্তন ;
৩।সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত দ্রুত বিচার ট্রাইবুনাল ও সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় গঠন ; এছাড়া ও হিন্দু কল্যাণ ট্রাস্টকে ফাউন্ডেশন রূপান্তকরণ ;
৪। সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন ;
৫। সকল মাধ্যমিক বিদ্যালয়ে বাধ্যতামূলক সহকারী শিক্ষক (হিন্দু) নিয়োগ ও এইচএসসি পাশসহ উপাধি ডিগ্রীকে স্নাতক মান প্রদান ;
৬। অর্পিত সম্পত্তি আইন বাতিল’সহ বেদখলকৃত সকল সম্পত্তি এবং দেবোত্তর সম্পত্তি প্রকৃত মালিককে হস্তান্তর ;
৭। প্রতিটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে সংখ্যালঘুদের জন্য উপাসনালয় ও পৃথক ছাত্রাবাস নির্মাণ ;
৮।শারদীয় দুর্গাপূজা ০৩ দিনের সরকারি ছুটির ঘোষণা ;
উক্ত কর্মসূচিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্র/ছাত্রী, দেশে সনাতনী সম্প্রদায়ের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ সহ সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।