১১:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
নিজস্ব প্রতিবেদক:

ইনসাব সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক এর ইন্তেকাল, ইনসাবের শোক প্রকাশ

  • প্রকাশিত ০৬:২৫:২০ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
  • ৮০ বার দেখা হয়েছে

ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব) এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের (টিইউসির) সহ-সভাপতি প্রখ্যাত শ্রমিক নেতা মোঃ আব্দুর রাজ্জাক আর নেই। তিনি অদ্য ২২ সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখ সোমবার ভোর ৪.৩০ মিনিটে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (পিজি হাসপাতাল) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহী রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি দীর্ঘদিন যাবৎ কিডনী, লিভার ও হৃদরোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব) এর সভাপতি মোঃ রবিউল ইসলাম এক বিবৃতিতে সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক এর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন। বিবৃতিতে তিনি বলেন মোঃ আব্দুর রাজ্জাক ৯০ এর দশকের শুরু থেকে নির্মাণ শ্রমিকদের নিয়ে কাজ করে আসছেন। তিনি নির্মাণ শ্রমিকদের তাদের অধিকার সম্পর্কে সচেতন ও সংগঠিত করে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব) গঠন করেন এবং সারাদেশে নির্মাণ শ্রমিকদের একটি শক্তিশালী অবস্থান গড়ে তোলেন। আব্দুর রাজ্জাক শুধু একজন শ্রমিক নেতা ছিলেন না তিনি ছিলেন শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের একজন মূর্ত প্রতিক। জীবনের দীর্ঘ সময় তার বলিষ্ট নেতৃত্ব, আপোষহীন মনোভাব এবং নিঃস্বার্থ আত্মত্যাগ নির্মাণ শ্রমিকদের মনে সাহস যুগিয়েছে। তিনি নির্মাণ শ্রমিকদের কল্যাণে অসংখ্য পদক্ষেপ নিয়েছিলেন। তার নেতৃত্বে বহু সফল আন্দোলন হয়েছে, যা শ্রমিকদের জীবনমান উন্নয়নে ভূমিকা রেখেছে। আমরা একজন সৎ, সাহসী এবং নিবেদিতপ্রাণ শ্রমিক নেতাকে হারালাম। তার ত্যাগ এবং আদর্শ শ্রমজীবী মানুষের আধিকার আদায়ে চির অম্লান হয়ে থাকবে। আমাদের মাঝে চিরদিন স্মরণীয় হয়ে থাকবে।

তিনি বলেন নির্মাণ শ্রমিকদের পেশাগত স্বাস্থ ও নিরাপত্তা, ন্যূনতম মজুরি, দূর্ঘটনায় আহত ও নিহত নির্মাণ শ্রমিকদের আইএলও কনভেনশন ১২১ অনুযায়ী ক্ষতিপূরণ ও রেশনের মাধ্যমে চাল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীসহ ১২ দফা দাবী আদায়ের আন্দোলনে আব্দুর রাজ্জাক দীর্ঘদিন থেকে নেতৃত্ব দিয়ে আসছেন। আব্দুর রাজ্জাক মনে প্রাণে বিশ্বাস করতেন শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠিত হলে শোষন নীপিড়ন বন্ধ হবে এবং শ্রেনী বৈষম্য হ্রাস পাবে। সৎ, ত্যাগী ও আদর্শবান এই নেতার মৃত্যু শ্রমজীবী মানুষের জন্য অপুরণীয় ক্ষতি। তিনি প্রয়াত নেতার আদর্শে অনুপ্রাণীত হয়ে সচেতন ও ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তোলার আহবান জানান।

Tag :
জনপ্রিয়

শিক্ষা মন্ত্রণালয়ের আশ্বাসে অনশন ভঙ্গ ১৮ তম নিবন্ধন প্রত্যাশীরা

নিজস্ব প্রতিবেদক:

ইনসাব সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক এর ইন্তেকাল, ইনসাবের শোক প্রকাশ

প্রকাশিত ০৬:২৫:২০ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫

ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব) এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের (টিইউসির) সহ-সভাপতি প্রখ্যাত শ্রমিক নেতা মোঃ আব্দুর রাজ্জাক আর নেই। তিনি অদ্য ২২ সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখ সোমবার ভোর ৪.৩০ মিনিটে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (পিজি হাসপাতাল) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহী রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি দীর্ঘদিন যাবৎ কিডনী, লিভার ও হৃদরোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব) এর সভাপতি মোঃ রবিউল ইসলাম এক বিবৃতিতে সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক এর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন। বিবৃতিতে তিনি বলেন মোঃ আব্দুর রাজ্জাক ৯০ এর দশকের শুরু থেকে নির্মাণ শ্রমিকদের নিয়ে কাজ করে আসছেন। তিনি নির্মাণ শ্রমিকদের তাদের অধিকার সম্পর্কে সচেতন ও সংগঠিত করে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব) গঠন করেন এবং সারাদেশে নির্মাণ শ্রমিকদের একটি শক্তিশালী অবস্থান গড়ে তোলেন। আব্দুর রাজ্জাক শুধু একজন শ্রমিক নেতা ছিলেন না তিনি ছিলেন শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের একজন মূর্ত প্রতিক। জীবনের দীর্ঘ সময় তার বলিষ্ট নেতৃত্ব, আপোষহীন মনোভাব এবং নিঃস্বার্থ আত্মত্যাগ নির্মাণ শ্রমিকদের মনে সাহস যুগিয়েছে। তিনি নির্মাণ শ্রমিকদের কল্যাণে অসংখ্য পদক্ষেপ নিয়েছিলেন। তার নেতৃত্বে বহু সফল আন্দোলন হয়েছে, যা শ্রমিকদের জীবনমান উন্নয়নে ভূমিকা রেখেছে। আমরা একজন সৎ, সাহসী এবং নিবেদিতপ্রাণ শ্রমিক নেতাকে হারালাম। তার ত্যাগ এবং আদর্শ শ্রমজীবী মানুষের আধিকার আদায়ে চির অম্লান হয়ে থাকবে। আমাদের মাঝে চিরদিন স্মরণীয় হয়ে থাকবে।

তিনি বলেন নির্মাণ শ্রমিকদের পেশাগত স্বাস্থ ও নিরাপত্তা, ন্যূনতম মজুরি, দূর্ঘটনায় আহত ও নিহত নির্মাণ শ্রমিকদের আইএলও কনভেনশন ১২১ অনুযায়ী ক্ষতিপূরণ ও রেশনের মাধ্যমে চাল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীসহ ১২ দফা দাবী আদায়ের আন্দোলনে আব্দুর রাজ্জাক দীর্ঘদিন থেকে নেতৃত্ব দিয়ে আসছেন। আব্দুর রাজ্জাক মনে প্রাণে বিশ্বাস করতেন শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠিত হলে শোষন নীপিড়ন বন্ধ হবে এবং শ্রেনী বৈষম্য হ্রাস পাবে। সৎ, ত্যাগী ও আদর্শবান এই নেতার মৃত্যু শ্রমজীবী মানুষের জন্য অপুরণীয় ক্ষতি। তিনি প্রয়াত নেতার আদর্শে অনুপ্রাণীত হয়ে সচেতন ও ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তোলার আহবান জানান।