মায়ের আবাহন,
শুভ মহালয়ার উচ্ছাসী মন,
নব আনন্দে জাগে, নব শিহরণ ।
হাতির পিঠে আজ
মা আসছেন চড়ে,
প্রণাম জানাই মাকে তাই
ভক্তি ভরে ।
ওহো, দাও গো তোমরা উলুধ্বনি,
জয় ঢাক বাজাও,
সাথে দাও জয়ধ্বনি ।
বাজাও শঙ্খ, বাজাও কাশর,
আল্পনা রাঙানো পথে
বসেছে শারদ আসর ।
ভোরের শিশিরে মেতেছে শিউলি, জেগেছে কাশবন,
ঢেউয়ের তালে বইছে হেসে
অপূর্ব বাতাসী মন ।
মাঝে মাঝে বৈরী হাওয়ায়
কাঁপায় চঞ্চল ক্ষণ,
হাতির পিঠে মাকে দেখে
পালায় অসুরগণ ।











