১১:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
জয়ন্ত_কুমার_তালুকদার_শিবু:

দেবী দুর্গার হাতীতে আগমন

  • প্রকাশিত ১১:২৬:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
  • ৩০ বার দেখা হয়েছে

মায়ের আবাহন,
শুভ মহালয়ার উচ্ছাসী মন,
নব আনন্দে জাগে, নব শিহরণ ।

হাতির পিঠে আজ
মা আসছেন চড়ে,
প্রণাম জানাই মাকে তাই
ভক্তি ভরে ।

ওহো, দাও গো তোমরা উলুধ্বনি,
জয় ঢাক বাজাও,
সাথে দাও জয়ধ্বনি ।

বাজাও শঙ্খ, বাজাও কাশর,
আল্পনা রাঙানো পথে
বসেছে শারদ আসর ।

ভোরের শিশিরে মেতেছে শিউলি, জেগেছে কাশবন,
ঢেউয়ের তালে বইছে হেসে
অপূর্ব বাতাসী মন ।

মাঝে মাঝে বৈরী হাওয়ায়
কাঁপায় চঞ্চল ক্ষণ,
হাতির পিঠে মাকে দেখে
পালায় অসুরগণ ।

Tag :
জনপ্রিয়

শিক্ষা মন্ত্রণালয়ের আশ্বাসে অনশন ভঙ্গ ১৮ তম নিবন্ধন প্রত্যাশীরা

জয়ন্ত_কুমার_তালুকদার_শিবু:

দেবী দুর্গার হাতীতে আগমন

প্রকাশিত ১১:২৬:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫

মায়ের আবাহন,
শুভ মহালয়ার উচ্ছাসী মন,
নব আনন্দে জাগে, নব শিহরণ ।

হাতির পিঠে আজ
মা আসছেন চড়ে,
প্রণাম জানাই মাকে তাই
ভক্তি ভরে ।

ওহো, দাও গো তোমরা উলুধ্বনি,
জয় ঢাক বাজাও,
সাথে দাও জয়ধ্বনি ।

বাজাও শঙ্খ, বাজাও কাশর,
আল্পনা রাঙানো পথে
বসেছে শারদ আসর ।

ভোরের শিশিরে মেতেছে শিউলি, জেগেছে কাশবন,
ঢেউয়ের তালে বইছে হেসে
অপূর্ব বাতাসী মন ।

মাঝে মাঝে বৈরী হাওয়ায়
কাঁপায় চঞ্চল ক্ষণ,
হাতির পিঠে মাকে দেখে
পালায় অসুরগণ ।