উৎকোচ না দিলে কাজ হবে না ফাইল নড়বে না। এলজিইডির প্রকল্পে কর্মরত কর্মকর্তা কর্মচারীরা চাকরি স্থায়ী করার জন্য কোর্টের আশ্রয় নেয়। হাইকোর্ট কয়েকটি অবজারভেশন দিয়ে তাদের পক্ষে রায়দেয়। তৎকালীন প্রধান প্রকৌশলী মোটা অংকের ঘুষ নিয়ে ৩১৫৭ জনের চাকরি স্থায়ী করেন। ওই সময় রায় পাওয়া প্রায় একহাজার উপসহকারী প্রকৌশলীর মধ্য থেকে ৬০৯ জনের নিকট থেকে মাথাপিছু ৬/৭ লাখ টাকা হারে ঘুষ নিয়ে চাকরি স্থায়ী করেন। তাদের মধ্যে সিনিয়র ছিল বুলবুল আহমেদ। তার নিকট টাকা চাইলে সে দিতে না চাইলে তাকে বাদ দেয়।
মোহাম্মদ বুলবুল আহমেদ পিতা ইদ্রিস আলী পরামানিক সাবেক উপসহকারী প্রকৌশলী আরডিপি-২৬ প্রকল্পের এলজিইডি জেলা সিরাজগঞ্জ হতে উপসহকারী প্রকৌশলী পদে রাজস্ব খাতে নিয়মিত করনের জন্য হাইকোর্টের রীট পিটিশন নং-৫০৬৯/২০১১ ও কনটেম পিটিশন নং – ৪৪৭/২০১৬ দায়ের করেন। এর প্রেক্ষিতে আদালত গত ১১/৪/২০১৭ তারিখে উক্ত কর্মকর্তাকে রাজস্ব খাতে নিয়মিতকরণের আদেশ প্রদান করেন। উক্ত রায়ের আলোকে স্থানীয় সরকার মন্ত্রণালয় হইতে রায় বাস্তবায়নের নির্দেশ দেয়ার পরেও এলজিইডি তার রায় বাস্তবায়ন না করায় পরবর্তীতে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয় ৩/৭/২০১৭ তারিখে বুলবুল আহমেদ কে রাজস্ব খাতে নিয়মিত করণের নির্দেশ প্রদান করেন। নির্দেশ প্রদান করার পরবর্তীতে এলজিইডির প্রশাসন শাখার চাহিদা পূরণ না করায় অদ্যবধি তাহার রায় বাস্তবায়ন করা হচ্ছে না। টাকার বিনিময়ে কোটের শর্ত অমান্য করে ২০১১ সালে বুলবুল আহমেদ এর চেয়ে জুনিয়র ৬০৯ জন মশিউর গ্রুপ উপসহকারী প্রকৌশলীকে প্রকল্প হইতে রাজস্ব খাতে নিয়মিত করা হয়। এই অবৈধ নিয়োগপ্রাপ্ত প্রকল্প হতে রাজস্ব খাতে নিয়মিত হওয়া মশিউর গ্রুপ ৬০৯ জনের মধ্যে ২৫ জনকে টাকার বিনিময় ৪/৯/২০২৫তারিখে সহকারী প্রকৌশলী পদে ইত:মধ্যই পদোন্নতি প্রদান করা হয়েছে। বুলবুল আহমেদ এদের সিনিয়র হওয়া সত্বেও প্রশাসন শাখার চাহিদা পূরণ না করায় তাকে রাজস্ব খাতে নিয়মিত করা হচ্ছে না। ইউ ডি-৩ তুলনামূলক ভাবে সহনশীল। এ বিষয়ে প্রতিবেদক বুলবুল আহমেদের নিকট জানতে চাইলে তিনি বলেন ,হাইকোর্ট আমার চাকরি স্থায়ী করার আদেশ প্রদান করে। এলজিইডি কোর্টের রায় বাস্তবায়ন না করায় আমি কনডেম অব কোর্ট করেছি ,সেখানেও আমি রায় পেয়েছি। এর পরেও আমার চাকরি স্থায়ী না করায় পিএসসির দ্বারস্থ হয়েছি।
এদিকে সাবেক প্রধান প্রকৌশলী খলিলুর রহমান ২৭ জনের নিকট থেকে মোটা অংকের টাকা ঘুষ নিয়ে তাদের চাকরি স্থায়ী করেন। নতুন করে বুলবুলের আবেদনের প্রেক্ষিতে মন্ত্রণালয় আবার এলজিইডিতে চিঠি পাঠিয় এর প্রেক্ষিতে এলজিইডি গত ৪ সেপ্টেম্বর নতুন করে চিঠি চালাচালি শুরু করে।
বুলবুল আহমেদ আরো বলেন, হাইকোর্ট,পিএসসি সবখান থেকেও আমার চাকরি স্থায়ী করার আদেশ প্রদান করে,এর পরেও আমাকে ঘুরাচ্ছে। কে বা কারা আপনার বিরোধিতা করছে জানতে চাইলে বলেন, এলজিইডির প্রসাশন শাখার চাহিদা মেটানোর অর্থ আমার নাই এজন্য তারা আমার ফাইল মন্ত্রণালয়ে পাঠানো হচ্ছেনা। অথচ মোটা অংকের ঘুষ নিয়ে অনেকে চাকরি স্থায়ী করেছেন আবার প্রমোশনও বাগিয়ে নিয়েছেন। আর আমি বুলবুল ফাইল বোগোলদাবায় নিয়ে দ্বারে দ্বারে ঘুরছি।
০৪:৫১ অপরাহ্ন, শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
বিশেষ প্রতিনিধি:
এলজিইডি যেন টাকার গোলাম মন্ত্রণালয় -হাইকোর্ট – পিএসসি সেখানে নষ্ষি
Tag :
জনপ্রিয়













