রামগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির প্রতিনিধি নির্বাচনে প্যানেলকে প্রাধান্য না দিয়ে সৎ, যোগ্য,ভদ্র ও মার্জিত ব্যবহারের প্রার্থীকে ভোট দিবেন ভোটাররা। আজ বৃহস্পতিবার(১৮ সেপ্টেম্বর) বিভিন্ন ইউনিয়নের ৮ থেকে ১০ জন ভোটার সাথে আলাপকালে এমন তথ্য জানান তারা। আগামী শনিবার (২০ সেপ্টেম্বর) রামগঞ্জ সরকারি কলেজ কেন্দ্রে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।
রামগঞ্জ উপজেলায় সভাপতি ১ জন, সাধারন সম্পাদক ১ জন ও সাংগঠনিক সম্পাদক পদে ২ জন একই ভাবে পৌরসভায় সভাপতি ১ জন , সাধারন সম্পাদক ১ জন ও সাংগঠনিক সম্পাদক পদে ২ জন
প্রার্থীকে নির্বাচিত করবেন ভোটাররা। উপজেলা মোট প্রার্থী ৮ জন, পৌর সভায় ৯ জন। উপজেলায় ৭১০ জন ও পৌর সভায় ৭১০ জন ভোটার রয়েছে।
উপজেলায় প্রার্থীরা হলেন- সভাপতি পদে উপজেলা বিএনপির আহবায়ক মোজাম্মেল হক মজু (ছাতা),সাবেক উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি সাহাবুদ্দিন তুর্কি(চেয়ার), সাধারন সম্পাদক পদে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন-আহবায়ক মনোয়ার হোসেন জিএস(মোরগ), সাবেক সম্পাদক আবদুর রহিম ভিপি(দেওয়াল ঘড়ি), সাংগঠনিক সম্পাদক পদে উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক নজরুল ইসলাম পিন্টু, সদস্য আবুল বাশার সতু (মাছ) , সদস্য মহিবুর রহমান পাটোয়ারী (টিউবওয়েল), রামগঞ্জ সরকারি কলেজের সাবেক এজিএস আমজাদ হোসেন(আম)।
পৌরসভায় প্রার্থীরা হলেন- সভাপতি পদে পৌর বিএনপির আহবায়ক শেখ মোহাম্মদ কারুজ্জামান(ছাতা), রামগঞ্জ সরকারি কলেজের সাবেক ভিপি ইসমাইল হোসেন বেঙ্গল(চেয়ার), পৌর বিএনপির সদস্য সচিব এডভোকেট তোফাজ্জল হোসেন বাচ্ছু(আনারস)। সাধারন সম্পাদক পদে পৌর বিএনপির যুগ্ন আহবায়ক তোফায়েল আহম্মদ(দেওয়াল ঘড়ি), পৌর বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ আলমগীর হোসেন মিয়া (মোরগ), পৌর বিএনপির যুগ্ন আহবায়ক গিয়াশ উদ্দিন পলাশ (দোয়াত কলম)ও সাংগঠনিক সম্পাদক পদে আওরঙ্গজেব বাবলু(ফুটবল), মোঃ রেজাউল করিম (আম), ইকবাল চৌধুরী(মাছ), মিজানুর রহমান মিরন(টিউবওয়েল)
০৫:৪২ অপরাহ্ন, শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
শরিফুল ইসলাম ভূঁইয়া, রামগঞ্জ
রামগঞ্জে বিএনপির প্রতিনিধি নির্বাচনে প্যানেল নয় ভোটার ভোট দিবেন যোগ্য প্রার্থীকে
Tag :
জনপ্রিয়













