সংগোপনে
স্নিগ্ধা ধর শিথিল
এই যে কত নিরবতা, আধার কালো নিকষ ছায়ায়
গাঁথছে প্রহর, কাটছে সময়, হয়তো এই নিরব মায়ায়
যাইনি ভুলে, তবুও সময় কেন বলছে ভুলে?
রাখছি তোমায় নিরব মায়ার, যেন যত্ন ছায়ায় গড়ছি তুলে
এইযে আকাশ থেকে বর্ষা এলে ঝুম বর্ষনে সিক্ত হয়ে,
হারানোর সেই ভয়ের তরে, রাখছি তারে, কেন সংগোপনে ?
ব্যাক্ল হোল
স্নিগ্ধা ধর শিথিল
হারিয়ে যাওয়াটাই যদি হয়ে থাকে মূল উদ্দেশ্য
তবে কাছে ডাকাটাই যেন হয়ে পড়ে খুবই তুচ্ছ
ফিরে আসি মায়ার টানে মনের অন্তরালে।
হয়তো বুঝে যাও মনের কোনো সংগোপনে।
মনের স্থিতি হয়তো নাজুক হয়, যেন কাচের মতো
তবুও জমাই, ভেঙ্গে যাওয়া কাচের টুকরো যতো।
গল্প খুঁজে নেয় উপাখ্যান, সংরক্ষিত কত অধ্যায় আর পৃষ্ঠা থেকে
আমাদের অধ্যায়গুলো তবে কেন হারিয়ে যাওয়ার পথে?
গল্প কী আদৌ থাকে? নাকি হারিয়ে- যায় সময়ের ব্ল্যাক হোলে?
নাকি ফিরে ফিরে আসে নতুন করে, খোঁজে অস্তমিত সূর্যের কোলে?
নিঃসঙ্গতা
স্নিগ্ধা ধর শিথিল
শব্দের মায়ায় বাঁধি তুব কেন শব্দ খোঁজে কথা?
বিশ্ব চরাচরে কেবল রাখি তবু কেন আমি একা?
এখানে অনুভূতিরাই হয়তো হারিয়ে যায়, শুধু থেকে যায় নিরবতা।
তবুও বিশ্ব চরাচরে তোমারেই রাখি, কেন তবে হয়ে যাই একা?
অভিমান জমে, বরফের মতো তুষারের স্তরে, স্তরে পরে থাকে ঢাকা
এই শহরের বুকে তুমি থেকে যাও, কেন তবে পাই না তোমার দেখা?
আমার প্রশ্নমালায় রয়েছো তুমি, রয়েছো কেবলই নিরবতায়।
এই শহরের মায়ায় তোমায় রেখেছি, রেখেছি আমার ভালোবাসায়।








