আকাশ ছোঁয়া স্বপ্ন ছিল
নীল চাঁদোয়ায় ঘেরা
ভরসা ছিল ভালোবাসার
অঙ্গীকারে মোড়া।
বিশ্বাস ছিল পাহাড় সমান
দ্বিধা ছিল না কোনো
কল্পনা সব রঙিন ছিল
রংধনু রং যেনো।
কাকলি মুখর প্রভাত ছিল
দুপুরে দখিন হাওয়া
গোধূলি লগনে মনটা ছিল
আবীর রঙে ধোয়া।
জোছনা ঝরা রাত্রি ছিল
স্বপ্নে মাখামাখি
সুখের স্বপ্ন বুনতো শুধু
ঘুমহারা দুই আঁখি।
ভালবাসারা দগ্ধ যখন
বিশ্বাসেরই ঘরে
দুঃখের নদী বয়ে বয়ে যায়
অথৈই সমুদ্দুরে।
হঠাৎ দেখি বিষের বাঁশি
বাজছে তাহার মুখে
সুখ খুঁজে নেয় অবিশ্বাসী
নুতন কোন বুকে।
অঙ্গীকারের সূত্রগুলো
মিলেনা যখন আর
হিসেব কষে বারে বারে
লাভ কি বলো তার।