বৃষ্টির কাছে
শুনতে চেয়েছিলাম মাটি আর আকাশের
মিলন বেলার গল্প।
মেঘবতী দিনের কথন
সোঁদা গন্ধে ভরাল আকাশ।
আকাশের কাছাকাছি বৃষ্টির সুরভী পেতে
দীর্ঘশ্বাসে থামি,
মেঘকণা আর মাটিকণায় তখন
অন্তহীন মাখামাখি–।
এখানেও রোদপোড়া ভেজামাটি
সোঁদামাটির হৃদয় অতল ঘ্রাণ
বৃষ্টি যেন শুধু মাটিতেই নতমুখী
অবনত বারবার।
বৃষ্টিরা মাটিকণা শুষে মাটিগন্ধা বারবার।
০১:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
নাজমা বেগম নাজু :
সোঁদামাটির হৃদয় অতল ঘ্রাণ
Tag :
জনপ্রিয়