মনটা আমার নাটাই ছেঁড়া ঘুড়ি,
রাতদিন ঘুরতে চায়,
নীল আকাশ আর সবুজ পাহাড়
বন্ধু হতে চায়।
পদ্ম আর শালুক মিলে
ডাকে আমার গায়।
হলদে মাখা সরষে ফুলে
মৌমাছিদের মেলা,
বটতলা আর হিজলতলায়
বিরাট রকমের খেলা।
দুপুরবেলা তালপুকুরে
খুকা খুকির সাঁতার,
খাচ্ছে তারা কলাপাতায়
তেতুল মাখা আচার।
ডাকছে আমার খেলার সাথি,
ডাকছে জ্বালানো মোমের বাতি—
চায় যে যেতে গায়।
ওদের সাথে খেলা করতে
মনটা বড় চায়।
সময় আমার নাই যে হাতে,
দেয় না কভু ছুটি—
ভুলিতে পারি না কখনো
আমার গায়ের মাটি।








