৫ দলীয় বাম জোট এর সমন্বয়ক ও বিপ্লবী কমিউনিস্ট কেন্দ্র এর সাধারণ সম্পাদক বিধান দাস, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদী) সভাপতি এম এ সামাদ, সাধারণ সম্পাদক শাহীদুর রহমান, সোস্যালিস্ট পার্টির সভাপতি শাহীন আহমেদ, ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) সভাপতি তালেবুল ইসলাম ও সমতা পার্টির সভাপতি সামছুল ইসলাম এক যুক্ত বিবৃতিতে কোটা ব্যবস্থার সংস্কার আন্দোলন রত ছাত্র ছাত্রী দের উপর ছাত্রলীগের সন্ত্রাসী হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
নেতৃবৃন্দ বলেন, আমরা লক্ষ্য করছিলাম প্রধানমন্ত্রীর বক্তব্যের পরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের হুমকি পুলিশের হুমকি সর্বোপরী ছাত্রলীগের হুমকি তারপর পরিকল্পিত ভাবে ছাত্রলীগ এই সন্ত্রাসী হামলা চালিয়েছে। নেতৃবৃন্দ উস্কানি দাতা হিসেবে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে দায়ী করেন এবং বলেন ছাত্রলীগের সন্ত্রাসী হামলা সমস্যা আরও বাড়বে।
নেতৃবৃন্দ মুক্তিযোদ্ধা কোটা সহ সকল কোটা, অবিলম্বে সকল মহলের সাথে আলোচনা করে সংস্কারের দাবি করেন ।