জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ সাভারে ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো: আইয়ুব খানের নেতৃত্বে এক বিশাল বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। র্যালিতে সাভার উপজেলার কয়েক হাজার নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
দুপুর ১২টায় সাভার থানা স্ট্যান্ড থেকে র্যালিটি শুরু হয়ে সাভার রেডিও কলোনিতে গিয়ে শেষ হয়। র্যালিতে আগত নেতাকর্মীরা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি সম্বলিত ফেস্টুন ও ব্যানার বহন করেন। তারা বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন স্লোগানে মুখরিত করে তোলেন সাভারের রাজপথ।
র্যালির অগ্রভাগে থেকে নেতৃত্ব দেন ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো: আইয়ুব খান। তিনি বলেন, “বিএনপি হচ্ছে এদেশের আপামর জনসাধারণের দল। শহীদ জিয়ার আদর্শকে ধারণ করে বিএনপি সবসময় দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাচ্ছে। আগামী দিনেও গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি রাজপথে থাকবে।”
তিনি আরও বলেন, “সরকারের দমন-পীড়ন ও সকল ষড়যন্ত্র মোকাবিলা করে বিএনপি দেশের জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে বদ্ধপরিকর। আজকের এই বিশাল র্যালি প্রমাণ করে যে, সাভারের জনগণ বিএনপির সাথে আছে এবং আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করবে।”
র্যালিতে ঢাকা জেলা যুবদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ছাড়াও সাভার উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। তারা সরকারের উদ্যেশ্য বলেন সকল যড়যন্ত্র মোকাবেলা করে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবি।
১১:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ২০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
মো:নজরুল ইসলাম :
সাভারে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো: আইয়ুব খানের নেতৃত্বে বিশাল বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত
Tag :
জনপ্রিয়