১০:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্বের মধ্যে দ্বিতীয় উল্টো রথযাত্রা বাংলাদেশের ঢাকার রাজধানীতে

  • প্রকাশিত ১০:৪০:৪০ অপরাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০২৪
  • ২২৪ বার দেখা হয়েছে

 

 

রাজধানীর ঢাকেশ্বরী মন্দির থেকে উল্টো রথযাত্রা শুরু হয়েছে। রাজধানীর বিভিন্ন স্থান থেকে হাজার হাজার ভক্ত ঐতিহ্যবাহী এ উৎসবে অংশগ্রহণ করতে জড়ো হয়েছেন।

সোমবার (১৫ জুলাই) দুপুর ২টা ৪০ মিনিটে উল্টো রথযাত্রা ঢাকেশ্বরী মন্দির থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্বামীবাগ ইসকন মন্দিরে গিয়ে শেষ হবে।

রথযাত্রার এ শেষ পর্বকে ঘিরে রাজধানীতে উৎসবের মাহাত্ম্য ছড়িয়ে পড়েছে।

সকাল থেকেই ঢাকেশ্বরী মন্দিরে ভক্তদের ঢল নামে। রথ টানার জন্য সড়কের দুপাশে জড়ো হয়েছেন ভক্তরা।

যাত্রাপথে ভক্তরা চলন্ত রথের দড়ি ছুঁয়েছেন। এ সময় রথ থেকে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।

রঙিন পতাকা, আলোকসজ্জা আর ঢাক-ঢোলের তালে মুখরিত রাজধানীর রাস্তাঘাট। রথের সামনে এগিয়ে যাচ্ছেন কীর্তনকারীরা।

রথযাত্রার নিরাপত্তায় পুলিশের বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। সড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সড়কের দুপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে মোতায়েন করা হয়েছে পুলিশ ও আনসার বাহিনীর সদস্যদের।

উল্লেখ্য, রথযাত্রার পর জগন্নাথ, বলরাম ও সুভদ্রা মাসির বাড়ি থেকে নিজ মন্দিরে ফিরে আসেন। এ যাত্রাকেই বলা হয় উল্টো রথযাত্রা। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, উল্টো রথযাত্রায় অংশ নিলে পাপ থেকে মুক্তি পাওয়া যায় এবং মনের বাসনা পূরণ হয়।

 

 

পবিত্র কুমার বর্মন
স্টাফ রিপোর্টার

Tag :

সংবাদ প্রকাশের জের ধরে তারাগঞ্জে সাংবাদিকে হুমকি দিলেন আবু সাঈদ হত্যামামলার আসামী সাবেক উপজেলা চেয়ারম্যান

বিশ্বের মধ্যে দ্বিতীয় উল্টো রথযাত্রা বাংলাদেশের ঢাকার রাজধানীতে

প্রকাশিত ১০:৪০:৪০ অপরাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০২৪

 

 

রাজধানীর ঢাকেশ্বরী মন্দির থেকে উল্টো রথযাত্রা শুরু হয়েছে। রাজধানীর বিভিন্ন স্থান থেকে হাজার হাজার ভক্ত ঐতিহ্যবাহী এ উৎসবে অংশগ্রহণ করতে জড়ো হয়েছেন।

সোমবার (১৫ জুলাই) দুপুর ২টা ৪০ মিনিটে উল্টো রথযাত্রা ঢাকেশ্বরী মন্দির থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্বামীবাগ ইসকন মন্দিরে গিয়ে শেষ হবে।

রথযাত্রার এ শেষ পর্বকে ঘিরে রাজধানীতে উৎসবের মাহাত্ম্য ছড়িয়ে পড়েছে।

সকাল থেকেই ঢাকেশ্বরী মন্দিরে ভক্তদের ঢল নামে। রথ টানার জন্য সড়কের দুপাশে জড়ো হয়েছেন ভক্তরা।

যাত্রাপথে ভক্তরা চলন্ত রথের দড়ি ছুঁয়েছেন। এ সময় রথ থেকে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।

রঙিন পতাকা, আলোকসজ্জা আর ঢাক-ঢোলের তালে মুখরিত রাজধানীর রাস্তাঘাট। রথের সামনে এগিয়ে যাচ্ছেন কীর্তনকারীরা।

রথযাত্রার নিরাপত্তায় পুলিশের বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। সড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সড়কের দুপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে মোতায়েন করা হয়েছে পুলিশ ও আনসার বাহিনীর সদস্যদের।

উল্লেখ্য, রথযাত্রার পর জগন্নাথ, বলরাম ও সুভদ্রা মাসির বাড়ি থেকে নিজ মন্দিরে ফিরে আসেন। এ যাত্রাকেই বলা হয় উল্টো রথযাত্রা। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, উল্টো রথযাত্রায় অংশ নিলে পাপ থেকে মুক্তি পাওয়া যায় এবং মনের বাসনা পূরণ হয়।

 

 

পবিত্র কুমার বর্মন
স্টাফ রিপোর্টার