বাংলাদেশ শিল্পকলা একাডেমি বছরব্যাপী নানান প্রশিক্ষণ আয়োজন করে থাকে। এরই অংশ হিসেবে একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের ব্যবস্থাপনায় এবং জাপান ফাউণ্ডেশনের সহযোগিতায় আজ থেকে শুরু হয়েছে ৪ দিনব্যাপী ‘মঞ্চ ও পোশাক পরিকল্পনা কর্মশালা’। আজ ২৭ আগস্ট ২০২৫, বুধবার সকাল ১০ ঘটিকায় জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কর্মশালার উদ্বোধন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের পরিচালক ফয়েজ জহির। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন বাংলাদেশে নিযুক্ত জাপানের দূতাবাস জনসংযোগ ও সংস্কৃতি প্রধান দক্ষিণ-পশ্চিম এশিয়া বিশেষজ্ঞ প্রথম সচিব কোমিনে কেন, জাপানের বিখ্যাত সেট ও কস্টিউম ডিজাইনার মাসাকো সাজানামি, নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের লাইট ডিজাইনার পূর্ণলাক্ষ চাকমা। এছাড়াও বক্তব্য প্রদান করেন প্রাচ্যনাট স্কুল অব এক্টিং এর পরিচালক শহিদুল মামুন। উদ্বোধনী পর্বটি সঞ্চালনা করেন নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের সহকারী পরিচালক (প্রোগ্রাম প্রডাকশন, নাটক) ইমাম আব্দুল্লাহ হাকীম।
উদ্বোধনী পর্ব শেষে শুরু হয় সেট ডিজাইন পরিকল্পনা বিষয়ক কর্মশালা। প্রথম কর্মশালাটি বেলা ২ ঘটিকায় শেষ হয়। বেলা ৩টা থেকে শুরু হয় পোশাক পরিকল্পনা বিষয়ক কর্মশালা। আগামী ৩০ আগস্ট ২০২৫ তারিখ পর্যন্ত প্রতিদিন সকাল ১০ ঘটিকা থেকে ২ ঘটিকা পর্যন্ত সেট ডিজাইন পরিকল্পনা বিষয়ক কর্মশালা এবং বেলা ৩ ঘটিকা থেকে রাত ৮ ঘটিকা পর্যন্ত পোশাক পরিকল্পনা বিষয়ক কর্মশালা নাট্যশালার সেমিনার কক্ষে চলবে। ৪ দিনব্যাপী এই কর্মশালায় ২৫ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছেন।
উল্লেখ্য, বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের ব্যবস্থাপনায় এবং জাপান ফাউণ্ডেশনের সহযোগিতায় আগামী ০১ সেপ্টেম্বর ২০২৫ তারিখ থেকে জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রামে শুরু হবে ৪ দিনব্যাপী ‘মঞ্চ ও পোশাক পরিকল্পনা কর্মশালা’। কর্মশালা চলবে ০৪ সেপ্টেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত।