১১:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
মোঃ নাঈম তালুকদার, পিরোজপুর প্রতিনিধি:

অবকাঠামো উন্নয়নে পিরোজপুর নাজিরপুরের মাটিভাংগায় নতুন দিগন্ত: জেলা প্রশাসক আশরাফুল আলম খান

  • প্রকাশিত ০২:২৭:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫
  • ১৭ বার দেখা হয়েছে

পিরোজপুরের নাজিরপুর উপজেলার মাটিভাংগা ইউনিয়নের তারাবুনিয়া থেকে মধ্য বাণীয়ারী পর্যন্ত ৪ কিলোমিটার সড়ক ও সামন্তগাতী আদর্শগ্রাম সংযোগ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বুধবার (২৭ আগস্ট) বিকেলে সামন্তগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে এ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান।

অনুষ্ঠানে নাজিরপুর উপজেলা বিএনপির সদস্য হিরুয়ার রহমান মোল্লার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া শাহনাজ তমা, সাবেক উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম খান, জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য সাইদুল ইসলাম কিসমত, আনোয়ারুল ইসলাম পলাশ, জেলা কৃষক দলের সভাপতি নাসির আহমেদ বাচ্চু, পৌর বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক আখতারুজ্জামান মাসুম প্রমুখ। এসময় নাজিরপুর সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহমেদও উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান বলেন, “মাটিভাংগা ইউনিয়নের তারাবুনিয়া থেকে মধ্য বাণীয়ারী পর্যন্ত ৪ কিলোমিটার সড়ক নির্মাণের দায়িত্ব আমি নিচ্ছি। খুব শিগগিরই এটি আপনাদের উপহার হিসেবে হস্তান্তর করবো।”
তিনি আরও জানান, মাটিভাংগা ইউনিয়নে নতুন কমিউনিটি ক্লিনিক নির্মাণ, ব্রিজ-কালভার্ট, বিদ্যালয়ের খেলার মাঠ বালু ভরাটসহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নমূলক কাজ করা হবে। উপজেলা প্রশাসন নিয়মিত খোঁজখবর নেবে এবং স্থানীয় চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় উন্নয়ন বাস্তবায়ন করবে বলেও আশ্বাস দেন জেলা প্রশাসক।

তিনি উল্লেখ করেন, মাটিভাংগা ইউনিয়ন কৃষি ও সবজি উৎপাদনে সমৃদ্ধ হলেও যোগাযোগ ব্যবস্থার দুরবস্থার কারণে এখানকার কৃষিপণ্য বাজারজাত করা সম্ভব হয় না। তাই দ্রুত সড়ক যোগাযোগ উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

এদিকে জানা গেছে, স্থানীয় রাজনীতিবিদ ও বিশিষ্ট সমাজ সেবক হিরুয়ার রহমান মোল্লা এলাকাবাসীকে সঙ্গে নিয়ে ব্যক্তিগত উদ্যোগে রাস্তার প্রথম স্তরের লেয়ার ইটখোয়া ও লোকাল বালি দিয়ে সম্পন্ন করেন। অভিযোগ রয়েছে, পূর্ববর্তী আওয়ামী লীগ সরকারের আমলে একই সড়কের টেন্ডার হলেও ঠিকাদার কাজ না করেই বিল উত্তোলন করে নিয়ে যায়।

Tag :
জনপ্রিয়

তারেক রহমান যেন দেশের প্রধানমন্ত্রী হতে না পারে, সে জন্য ষড়যন্ত্র করছে জামায়াত

মোঃ নাঈম তালুকদার, পিরোজপুর প্রতিনিধি:

অবকাঠামো উন্নয়নে পিরোজপুর নাজিরপুরের মাটিভাংগায় নতুন দিগন্ত: জেলা প্রশাসক আশরাফুল আলম খান

প্রকাশিত ০২:২৭:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫

পিরোজপুরের নাজিরপুর উপজেলার মাটিভাংগা ইউনিয়নের তারাবুনিয়া থেকে মধ্য বাণীয়ারী পর্যন্ত ৪ কিলোমিটার সড়ক ও সামন্তগাতী আদর্শগ্রাম সংযোগ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বুধবার (২৭ আগস্ট) বিকেলে সামন্তগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে এ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান।

অনুষ্ঠানে নাজিরপুর উপজেলা বিএনপির সদস্য হিরুয়ার রহমান মোল্লার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া শাহনাজ তমা, সাবেক উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম খান, জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য সাইদুল ইসলাম কিসমত, আনোয়ারুল ইসলাম পলাশ, জেলা কৃষক দলের সভাপতি নাসির আহমেদ বাচ্চু, পৌর বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক আখতারুজ্জামান মাসুম প্রমুখ। এসময় নাজিরপুর সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহমেদও উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান বলেন, “মাটিভাংগা ইউনিয়নের তারাবুনিয়া থেকে মধ্য বাণীয়ারী পর্যন্ত ৪ কিলোমিটার সড়ক নির্মাণের দায়িত্ব আমি নিচ্ছি। খুব শিগগিরই এটি আপনাদের উপহার হিসেবে হস্তান্তর করবো।”
তিনি আরও জানান, মাটিভাংগা ইউনিয়নে নতুন কমিউনিটি ক্লিনিক নির্মাণ, ব্রিজ-কালভার্ট, বিদ্যালয়ের খেলার মাঠ বালু ভরাটসহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নমূলক কাজ করা হবে। উপজেলা প্রশাসন নিয়মিত খোঁজখবর নেবে এবং স্থানীয় চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় উন্নয়ন বাস্তবায়ন করবে বলেও আশ্বাস দেন জেলা প্রশাসক।

তিনি উল্লেখ করেন, মাটিভাংগা ইউনিয়ন কৃষি ও সবজি উৎপাদনে সমৃদ্ধ হলেও যোগাযোগ ব্যবস্থার দুরবস্থার কারণে এখানকার কৃষিপণ্য বাজারজাত করা সম্ভব হয় না। তাই দ্রুত সড়ক যোগাযোগ উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

এদিকে জানা গেছে, স্থানীয় রাজনীতিবিদ ও বিশিষ্ট সমাজ সেবক হিরুয়ার রহমান মোল্লা এলাকাবাসীকে সঙ্গে নিয়ে ব্যক্তিগত উদ্যোগে রাস্তার প্রথম স্তরের লেয়ার ইটখোয়া ও লোকাল বালি দিয়ে সম্পন্ন করেন। অভিযোগ রয়েছে, পূর্ববর্তী আওয়ামী লীগ সরকারের আমলে একই সড়কের টেন্ডার হলেও ঠিকাদার কাজ না করেই বিল উত্তোলন করে নিয়ে যায়।